মো. নাজির হোসেন: মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে পান ৬১০ ভোট।
শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ২৫ টি ভোট কেন্দ্রে ১৫৭ টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
স্বাধীনতার পরে এবারই প্রথম এ নির্বাচনে একজন নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হলেন। আর প্রথমবারের মতো মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের আসনে বসতে চলেছেন একজন নারী মেয়র।
মুন্সীগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯৬২ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৭ জন ও নারী ভোটার ২৮ হাজার ৯৪৩ জন।
উল্লেখ্য, হাজী মো. ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী হলে পদটি শুন্য হয়। সংসদ নির্বাচনে ফয়সাল বিপ্লব এমপি নির্বাচিত হন। তারই সহধর্মিনী চৌধুরী ফাহরিয়া আফরিন স্বামীর ছেড়ে দেওয়া মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            