ছবি: সংগৃহীত
জাতীয়
ঢাকার সমর্থক সংগঠনের কাছে পাঠানো চিঠি নিয়ে বিতর্ক

মাইলস্টোন দুর্ঘটনায় বার্সেলোনার শোকবার্তা

আমার বাঙলা বার্তা ডেস্ক

ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক সময়ের মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছে স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। দুর্ঘটনায় হতাহতদের প্রতি সম্মান ও সমবেদনা জানিয়ে ক্লাবটি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকার বার্সা সমর্থকদের সংগঠন পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা-কে।

বার্সেলোনার বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রম পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বশ স্বাক্ষরিত ওই চিঠিতে ক্লাবটি লিখেছে,

“সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন থাকবে।”

চিঠিটি ঢাকার অফিসিয়াল বার্সেলোনা ফ্যান ক্লাব, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা-কে সরাসরি পাঠানো হয়। ক্লাবটি বার্সেলোনার স্বীকৃত সমর্থক সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করছে এবং বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখে।

সোমবার (২২ জুলাই) মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী নিহত ও আহত হন। ঘটনার পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। ক্রীড়াঙ্গনও এর বাইরে ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং অনেক খেলোয়াড় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন। আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াব্যক্তিরাও ঘটনার নিন্দা জানিয়েছেন।

বিতর্ক ও প্রতিক্রিয়া

বার্সেলোনার পাঠানো এই চিঠিকে ঘিরে সামাজিক মাধ্যমে কিছু বিতর্ক দেখা দিয়েছে। একটি ফেসবুক পেজ দাবি করেছে, পেনিয়া বাংলাবার্সার পাওয়া বার্সেলোনার চিঠিটি নাকি বানোয়াট এবং অন্য একটি পেনিয়ার চিঠির মতো দেখতে।

এই অভিযোগকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেছে পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা। এক বিবৃতিতে তারা জানায়,

“আমরা, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা (পেনিয়া আইডি: ২৩৩৯), ‘নিউজওলা’ নামের একটি ফেসবুক পেজের বিভ্রান্তিকর অভিযোগে গভীরভাবে হতাশ। যেহেতু বার্সেলোনার পেনিয়াগুলোর চিঠির ফরম্যাট একই ধরনের হয়, তাই চিঠিটির চেহারা অন্য কারো সঙ্গে মিলে যাওয়াই স্বাভাবিক। এটিকে জাল বলা দায়িত্বজ্ঞানহীন।”

তারা আরও দাবি করে,

“এ ধরনের মিথ্যা দাবি কেবল ভুল তথ্যই ছড়ায় না, বরং আমাদের ফ্যান ক্লাবের ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আশা করি সংশ্লিষ্ট পেজটি তাদের ভুয়া পোস্ট সরিয়ে নেবে।”

অফিসিয়াল স্বীকৃতি

পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা বাংলাদেশের একমাত্র অফিসিয়াল বার্সেলোনা ফ্যান ক্লাব, যা এফসি বার্সেলোনার পেনিয়া বিভাগ থেকে নিবন্ধিত ও স্বীকৃত (আইডি: ২৩৩৯)। ক্লাবটি নিয়মিত স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া কার্যক্রম ছাড়াও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।

আমারবাঙলা /এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা