জাতীয়

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার উল্টো যাত্রা করেছে সরকার : আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যেসব কাজ দরকারি ছিল তার উল্টো যাত্রা করেছে অন্তর্বর্তী সরকার। এক বছরের মাথায় এমনটা ঘটেছে। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেছেন। তিনি বলেন, ‘স্পষ্ট করে অভিযোগ করতে পারি। জবাব চাইতে পারি।’

বুধবার (২৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এই গোলটেবিল হয়।

গোলটেবিলের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দাঁড়িয়ে এক মিনিট শোক জানানো হয়।

আনু মুহাম্মদ বলেছেন, ‘মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল শেখ হাসিনার মতো স্বৈরচারী সরকার আসবে না। একটা গণতান্ত্রিক রূপান্তর হবে। এই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াতেই মার খেয়ে গেলাম।’

আনু মুহাম্মদ আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ধর্ম, জাতি, শ্রেণি বা লিঙ্গের নামে বৈষম্যবাদী রাজনীতি ও দর্শন যারা ধারণ করে তাদের দাপট দেখা যাচ্ছে।মনে হচ্ছে তারাই এই অভ্যুত্থান করেছে।

অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ব্যাপক ছিল উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, নারীকে আক্রমণকারী প্রতিষ্ঠান বা সংস্থার দাপট বেশি। আদিবাসী, সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল। কিন্তু তাঁদের ওপর আক্রমণ হয়েছে।

গত এক বছরে শ্রমজীবী মানুষকে বারবার রাস্তায় নামতে হয়েছে বলেন আনু মুহাম্মদ। তিনি বলেন, এই মানুষগুলোকে বারবার রাস্তায় নামতে হয়েছে।

আনু মুহাম্মদ বলেন, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। সেটা তাদের উল্লেখযোগ্য কাজ। যদিও গঠনের মধ্যে সমস্যা ছিল। কিন্তু প্রতিবেদনগুলোর মধ্যে শুধু সংবিধান ছাড়া আর কোনো প্রতিবেদন নিয়ে কোনো মনোযোগ নেই। সংবিধান সংস্কার কমিশন নিয়ে একমাত্র আলোচনা। সেখানে সরকারের ঘনিষ্ঠ লোকজন যাদের একমাত্র আগ্রহ সংবিধানের মধ্যে এমন পরিবর্তন যাতে তাদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া অন্য কোনো দিকে অগ্রগতি নেই।

এই সরকারের বেশি মনোযোগ এমন চুক্তি করা যার দীর্ঘমেয়াদি প্রভাব আছে বলেন আনু মুহাম্মদ। এ প্রসঙ্গে তিনি বলেন কোনো আলোচনা ছাড়া স্টারলিংকের সঙ্গে চুক্তি হয়েছে। সেখানকার কর্মকর্তা বলেছেন, এই সরকার অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যার উদাহরণ একমাত্র স্টারলিংক ছাড়া আর কেউ দেখেনি।

অন্তর্বর্তী সরকার এক বছরে মানুষের প্রত্যাশা পাঠে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, কর্মসংস্থানের দাবিতে এই আন্দোলন ছিল। কিন্তু সেই কর্মসংস্থানের দাবিতে এই এক বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় এতে আরও অংশ নেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, লেখক-গবেষক আলতাফ পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, নির্মাতা কামার আহমাদ সাইমন, রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান, উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ, অধ্যাপক সাঈদ ফেরদৌস।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছেলেকে আনতে গিয়ে বাবা আহত, বিধ্বস্ত বিমানের একটি অংশ লাগে বুকে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে সূর্য সময়। শিশুটি স্কুলের...

পদত্যাগ করলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট

ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার শ...

‘আম্মু, পানি দাও জ্বালা করে’

রাত ৯টা।‌ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ম...

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে...

ডসন ফিরলেন ৮ বছর পর, টেস্টে সবচেয়ে বেশি দিন পর ফেরার রেকর্ড কার

ফাওয়াদ আলমের পরিসংখ্যান দেখে মনের কষ্ট লাঘব করতে পারেন লিয়াম ডসন। অবশ্য এখন ত...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান...

‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গ...

শাকিব–মিমির ‘দুষ্টু কোকিল’ রেকর্ড গড়ল, ৫০ কোটি পার

ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মাত্র এক বছরে দুই চ্যানেল মিলি...

সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জ সুদের মহাজনের চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক থাই ব...

মৃত্যুর আগে স্বামীকে কী বলেছিলেন ২০ শিশুকে বাঁচানো মাহেরীন

উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রেশিক্ষণ বিমান বিধ্বস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা