মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। জাহাজ দুটি হলো ‘বিসিজিএস অপূর্ব বাংলা’ ও ‘বিসিজিএস তাজউদ্দীন’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ দিনটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রতিবছর পালন করা হয়।
এর ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ জাহাজ দুটি পরিদর্শন করেন। পরিদর্শনের মাধ্যমে তাঁরা কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন কার্যক্রম এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
জাহাজে দায়িত্বপ্রাপ্ত কোস্ট গার্ড সদস্যরা দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে।
আমারবাঙলা/এনইউআ