ছবি: সংগৃহীত
সারাদেশ

বিকৃত ছবি শেয়ার করে পদ খোয়ালেন জামায়াতের ইউপি আমীর

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি জানান, ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত তিন মাসের জন্য মুলতবী করা হয়েছে। একইসঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের হামলার নিন্দা জানান। তিনি দাবি করেন, সংঘর্ষে জামায়াতের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মাওলানা ইলিয়াসের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ছবি মুছে ফেলা হয় এবং তিনি এ জন্য দুঃখপ্রকাশ করেন। শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তার আগেই বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের জামায়াত আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেব ও আরও কয়েকজন।

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইলিয়াস তার ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিতভাবে যুবদল ও বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহমেদ বলেন, ‘হামলায় আমাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার, লন্ডনে থেরাপি চলছে

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউ...

এবার দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

এবার দল হিসেবে আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে...

ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরও ইসরায়েলের হামলা, নিহত ৭০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যম ও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্...

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

খুব শিগগির জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন...

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে করা মামলায় বিএনপির...

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

খুব শিগগির জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন...

এবার দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

এবার দল হিসেবে আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে...

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর...

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে করা মামলায় বিএনপির...

দুর্নীতির মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা