সংগৃহিত
খেলা

বার্সা ছাড়ার ঘোষণা দিলেন জাভি

ক্রীড়া ডেস্ক: ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ ঘোষণা দিয়েছেন, এই মৌসুমের পর তিনি আর বার্সার কোচ হিসেবে থাকবেন না। দায়িত্ব ছেড়ে দেবেন।

গত জানুয়ারি থেকেই জাভির ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। বিশেষ করে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে এবং গত সপ্তাহেই কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে হারের পর এবার ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হার।

এভাবে একের পর এক পরাজয়ের কারণে জাভি নিজেও ছিলেন প্রচণ্ড চাপে। যে কারণে তিনি ঘোষণা দিয়েই দিলেন, বার্সার কোচ হিসেবে আর থাকবেন না। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বরখাস্ত করার আগে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

দায়িত্ব নেয়ার পর থেকে বার্সেলোনা ক্লাবটাকে গড়ার চেষ্টা করে যাচ্ছিলেন জাভি হার্নান্দেজ। সোনালী প্রজন্মের বিদায়ের পর ক্লাবটি যে দুর্দশায় পতিত হয়েছিলো, সেখান থেকে একে তুলে আনা চাট্টিখানি কথা নয়। এছাড়াও বার্সার ওপর আছে ফাইনান্সিয়াল নিষেধাজ্ঞা। যে কারণে দলবদলের বাজারেও তেমন প্রভাব রাখতে পারছে না তারা।

যার ফলশ্রুতিতে মনের মত একটি দল গড়তে পারেননি জাভি। যে কারণে তার আমলে প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগেই বার্সেলোনা ভালো করতে পারেনি। একটি লা লিগা শিরোপা জিতেছিলেন শুধু। এছাড়া আর সাফল্য বলতে কিছু নেই জাভির।

২০২৫ সাল পর্যন্ত কোচের দায়িত্বে চুক্তি নবায়ন করেছিলেন জাভি। কিন্তু দলের যে অবস্থা, তাতে সিদ্ধান্তটা এখনই নিতে হলো। জাভি বললেন, ‘আমি ভিয়ারিয়াল ম্যাচের কয়েকদিন আগেই সিদ্ধান্তটা নিয়েছি। আর ম্যাচের পর মনে হচ্ছে, এটাই সঠিক সময় যে সিদ্ধান্তটা জানিয়ে দেয়ার।’

ঘোষণা দিতে গিয়ে জাভি বলেন, ‘আমি ঘোষণা করতে চাই যে, চলতি মৌসুমের পর থেকে আমি আর বার্সার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবো না।’

এখনই কেন ঘোষণাটা দিলেন? সে জবাব দিয়েছেন জাভি। তিনি বলেন, ‘আগে থেকে সিদ্ধান্তটা জানিয়ে দিলে সুবিধা হয় যে, ক্লাব এ ক্ষেত্রে তাদের কাজ করতে সুবিধা পাবে। অনেকগুলো পরিবর্তন প্রয়োজন ক্লাবের।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা