সংগৃহীত
খেলা

বাপ্পী জাহিদ এখন ‘দৌড়ের ওপর’ই থাকেন

ক্রীড়া ডেস্ক

সরকারের বিভিন্ন গ্যাস ফিল্ডে পরামর্শক হিসেবে কাজ করা পেগাসাস ইন্টারন্যাশনাল (ইউকে) লিমিটেড নামে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানে কাজ করেন বাপ্পী জাহিদ। থাকেন গাজীপুরে। পেশাগত কাজের বাইরে দৌড়ানো তার সখের জায়গা।

এ সখই তাকে ধীরে ধীরে দৌড়ানোর অদ্ভুত নেশা পাইয়ে দেয়। এখন তিনি একজন সফল দৌড়বিদ।

শুরুটা কীভাবে জানালেন জাহিদ। বলেন, ‘শখের বসে কুমিল্লায় এক মিনি ম্যারাথনে অংশ নিয়েছিলাম। সময়ের মধ্যে দৌড় শেষ করে মনে হচ্ছিল হাঁটলে, দৌড়ালে শরীরের মধ্যে একটা অন্য রকম ভালো লাগা কাজ করে। সেই থেকে এমন আরো আয়োজনের খোঁজ-খবর নিতে শুরু করলাম।’

এই করেই ফেসবুক গ্রুপ ‘বিডি রানার’র সঙ্গে জড়িয়ে গেলেন বাপ্পী জাহিদ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে রানারদের প্রচুর ভিডিও দেখতেন। এভাবে ধীরে দেশি-বিদেশি রানাদের সঙ্গে যোগাযোগ বাড়ল। দেশে আয়োজন থাকলে অংশ নিচ্ছিলেন, সঙ্গে চলছিল অনুশীলন। ভারত থেকে আমন্ত্রণ এল একবার। দার্জিলিং হিল ম্যারাথন। পাহাড়ে প্রথমবার দৌড়াতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেন জাহিদ।

জাহিদ বলেন, ‘২০২২ ও ২০২৩ দুই বছরই দার্জিলিং হিল ম্যারাথনে অংশ নিই। প্রথমবার গিয়েই বুঝেছিলাম, পাহাড়ে দৌড়ানোর জন্য নিজেকে আরো তৈরি করতে হবে। কারণ, এসব জায়গা সমতলের চেয়ে একদমই আলাদা। ঠিক করলাম আরো তৈরি হয়ে ফিরব।’
২০২৩ ও ২০২৪ সালে দেশ-বিদেশের অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাপ্পী জাহিদ। এর মধ্যে আছে ভারতের সান্দাকফুর বুদ্ধ ট্রেইল। গত বছরের মার্চে এই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েই তার অনেক ভারতীয় রানারের সঙ্গে পরিচয়। এটিই তাকে আরো এক ধাপ এগিয়ে দেয়।

তিনি বলেন, যোগাযোগ বাড়ার ফলে প্রচুর ইভেন্টের খবর পেতাম, নিজের সময়ের সঙ্গে মিলে গেলে যোগ দিতাম। যেহেতু চাকরি করি, চাইলেই সব ইভেন্টে যেতে পারি না। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে কয়েক দিন ছুটি নিয়ে ছুট দিই। এখনো এভাবেই অংশ নিচ্ছি।
এভাবেই দেশে শমসেরনগর আলট্রা রান, ভারতে লাদাখ ম্যারাথন, টাটা কলকাতা ম্যারাথনসহ অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
২০২৪ সালে ভারতের তিনটি চ্যালেঞ্জে অংশ নিয়ে সফলভাবে শেষ করতে পেয়েছেন জাহিদ। এগুলো হলো ‘হেল ৪৮০ চ্যালেঞ্জ’, ‘এইচডিওআর বা হানড্রেড ডেজ অব রানিং’, ‘জেবিজি-ইন্দুরা ১০১ চ্যালেঞ্জ’। প্রথমটি এক মাসভিত্তিক চ্যালেঞ্জ। এর মধ্যে শেষ করতে হয় ৪৮০ কিলোমিটার দৌড়। গত ১ জুলাই শুরু করে মাত্র ২৬ দিনেই এটি শেষ করেছেন জাহিদ।

‘হানড্রেড ডেজ অব রানিং’ ছিল টানা ১০০ দিন দৌড়ানোর একটি চ্যালেঞ্জ। নিরবচ্ছিন্নভাবে ১০০ দিনে ন্যূনতম পাঁচ কিলোমিটার করে দৌড়ানোর নিয়ম। ১০০ দিনে ৭৩৫ কিলোমিটার দৌড়ে এটি শেষ করেছিলেন জাহিদ। ‘জেবিজি-ইন্দুরা ১০১ চ্যালেঞ্জে’ হলো ১০১ দিন নিরবচ্ছিন্নভাবে ন্যূনতম তিন কিলোমিটার করে দৌড়াতে হবে। এই সময়ের মধ্যে ৯৩১ কিলোমিটার সম্পন্ন করেছিলেন তিনি। জাহিদের র্যা ঙ্কিং ছিল ৩৬।

জাহিদ বলছিলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড পরিশ্রম হয়েছে। ঝড়, বৃষ্টি যা–ই হোক, প্রতিদিনই বের হতে হয়েছে। ডায়েটও খুব গুরুত্বপূর্ণ ছিল। শর্করাজাতীয় খাবার কমিয়ে প্রচুর প্রোটিন খেতে হয়েছে, তা ছাড়া দিনের পর দিন প্রেরণা ধরে রাখাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে সব ঠিকঠাকভাবে শেষ করেছি। নিজের চ্যালেঞ্জে নিজেই জিতে গেছি, এটি সবচেয়ে ভালো লাগছে।’

আগামী মাসেই আবার দার্জিলিং হিল ম্যারাথনে অংশ নেবেন বাপ্পী জাহিদ। ২০২৫ সালে লাদাখ ম্যারাথনে অংশ নিয়ে অনেক দিনের স্বপ্ন পূরণ করতে চান। এর আগে লাদাখে রান করলেও ম্যারাথনে (৪২ কিলোমিটার) অংশ নেননি। ১৭ হাজার ফুট উচ্চতায় ম্যারাথনে অংশ নিয়ে আরো একটি চ্যালেঞ্জ পার করতে চান। তবে এখন প্রতিযোগিতায় অংশ নেওয়া কমিয়ে বরং অনুশীলনে মনে দিতে চান জাহিদ। কারণটাও বললেন, ‘দেশের বেশির ভাগ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এখন বড় বড় ইভেন্টে নাম লেখাতে চাই । তবে সেখানে ভালো করতে হলে অনুশীলনের বিকল্প নেই। আগামী বছর সেটি আরো নিবিড়ভাবে করতে চাই।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্র...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা