আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের জন্য কোনো অ্যাক্রেডিটেশন দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এর পরপরই আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে আগ্রহী সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল করে দেয় সংস্থাটি।
ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি মাঠ থেকে কাভার করার সুযোগ পাচ্ছেন না কোনো বাংলাদেশি সাংবাদিক।
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে জানান, আইসিসির এই সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চাওয়া হয়েছে।
তিনি বলেন,
“গতকালই আমরা সিদ্ধান্তটির কথা জানতে পেরেছি। এরপরই আমরা ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি কেন এমন হলো, সেটাই জানতে চাওয়া হয়েছে। তবে এটি আইসিসির অভ্যন্তরীণ সিদ্ধান্ত হওয়ায় পুরো বিষয়টি গোপনীয়।”
এর আগে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলেও সাংবাদিকেরা কাভারেজের সুযোগ পেয়েছিলেন। উদাহরণ হিসেবে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির কথা তুলে ধরেন সাংবাদিকেরা।
এ প্রসঙ্গে আমজাদ হোসেন ফিফা বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন,
কোনো দেশের দল টুর্নামেন্টে খেলছে কি না, সেটাই গণমাধ্যমকর্মীদের অ্যাক্রেডিটেশনের একমাত্র শর্ত নয়। বাংলাদেশ কখনো ফিফা বিশ্বকাপে খেলেনি, কিন্তু আমাদের সাংবাদিকেরা নিয়মিত কাভার করেন, কারণ আমরা ফিফার সদস্য।
তিনি আরও বলেন, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের সুযোগ পাওয়াটা স্বাভাবিক প্রত্যাশা হলেও শেষ সিদ্ধান্ত আইসিসিরই।
“আমরা চাইলে ভালো হতো, কিন্তু শেষ পর্যন্ত এটি তাদের সিদ্ধান্ত। এখানে আমাদের করার খুব বেশি কিছু নেই।
আমারবাঙলা/এসএবি