অপরাধ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইএসকেএল’র চুক্তি বাতিল

মালয়েশিয়া প্রতিনিধি

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক ফ্যাসিস্ট সরকারের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও তার ভাই নিক্সন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে মালয়েশিয়ায় পরিচিতি পাওয়া, ই-পাসপোর্ট ও স্থানীয়দের ভিসা সেবা দানকারী বেসরকারি প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিসেস কোয়ালালামপুরের (ইএসকেএল) সকল চুক্তি বাতিল করেছে সরকার। বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক্সপাট সার্ভিসেসের যে চুক্তি স্বাক্ষরিত হয় তা বাতিল করা হলো।

চুক্তির ধারা ৮ (বি) অনুযায়ী চুক্তি বাতিলের তিন মাসের নোটিশ প্রদান করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত চূড়ান্ত উল্লেখ করে আরো তথ্যের জন্য দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্যও বলা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসীদের ই-পাসপোর্ট এবং এনআইডি সেবা দিত এক্সপাট সার্ভিসেস কুয়ালালামপুর (ইএসকেএল)।

অভিযোগ আছে, ইএসকেএল মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা দেওয়ার ক্ষেত্রে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা করত না। দরপত্র ছাড়াই ই-পাসপোর্ট, ভিসা প্রসেসিং, এনআইডি ও ট্রাভেল পাসের মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব নিয়ে নিত কোম্পানিটি।

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অথচ ই-পাসপোর্ট ও ভিসা, এনআইডি, ট্রাভেল পাস সংক্রান্ত সেবাদানের পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না কোম্পানিটির।

সংশ্লিষ্ট ভুক্তভোগী অনেকে জানান, নির্বিঘ্নে সেবা দেওয়ার কথা থাকলেও রেমিট্যান্স যোদ্ধারা সেবা নিতে গিয়ে ভাড়া করা বাউন্সার ও সিকিউরিটি গার্ডদের দ্বারা মারধরসহ নানা হয়রানির শিকার হয়েছেন প্রতিনিয়ত।

এদিকে ইএসকেএলের দুর্নীতির খবর দৈনিক আমার বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তা আমলে নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে দ্রুত ইএসকেএলের সঙ্গে সকল ধরনের চুক্তি বাতিলের ব্যবস্থা গ্রহণ করতে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনকে বলে মন্ত্রণালয়।

জানা যায়, ‘গুডবাই দালাল ভাই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা ইএসকেএল নিজেরাই গড়ে তোলে বিশাল এক দালালচক্র। সেবাপ্রত্যাশীদের এপয়েনমেন্ট নিয়ে সেবা নেওয়ার আহ্বান জানালেও অতিরিক্ত অর্থের বিনিময়ে কোনোরকম এপয়েনমেন্ট ছাড়াই পেছনের লিফট দিয়ে ভেতরে গিয়ে সেবা পেতেন অনেকে।

এদিকে দালালচক্রের গডফাদার হলেন প্রতিষ্ঠানটির ব্রান্ডিং অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা আরমান পারভেজ মুরাদ। এমনকি ১০ রিঙ্গিতের মোবাইল ফোন সিম ৩০ রিঙ্গিতে বিক্রি করারও অভিযোগ ছিল সেবাপ্রত্যাশী প্রবাসীদের কাছে।

এক বছরের চুক্তি পাওয়া ইএসকেএলের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২২ সেপ্টেম্বরে। নতুন করে চুক্তি নবায়নের জন্য ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর নানা জায়গায় নিজেই দেন দরবার করেন। তিনি আগামী পাঁচ বছরের জন্য ইএসকেএলের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠিও পাঠান।

অভিযোগ রয়েছে, খোরশেদ আলম খাস্তগীর ইএসকেএলকে চুক্তির বাইরে এনআইডির সেবা দেওয়ার কাজও পাইয়ে দেন। ইএসকেলের কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর।

অভিযোগ আছে, ইএসকেএলের নামে দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে। ইএসকেএলের অনিয়ম নিয়ে বিগত সরকারের আমলে প্রতিবাদ করেছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা আলহাজ মকবুল হোসেন মুকুল। যার ফলশ্রুতিতে তাকে নোংরা ভাষায় গালিগালাজ করে ইএসকেএল থেকে নজর সরিয়ে নিতে নির্দেশ দেন সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বা...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা