কাতারের রাজধানী দোহার পাঞ্জাব রেস্টুরেন্টে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতার’-এর প্রথম কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সভাপতি-এ.কে.এম. আমিনুল হক(কাজল)। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সোহেল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি- মোঃ জুলফিকার আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ মোসাদ্দেক বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইফতেখার আহমেদ, দপ্তর সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক: মোহাম্মদ আবু শামা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুজিবুল বাশার, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম তারেক, শফিকুল ইসলাম,আব্দুল জলিল, খাইরুল ওয়ারা মঞ্জুর ও রেজা।
সভায় বছরব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করবে তার পদ্ধতি নির্ধারণ সহ সাংগঠনিক নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে প্রথম কার্যনির্বাহী কমিটির প্রথম সভার পরিসমাপ্তি ঘটে।
আমার বাঙলা/আরএ