সংগৃহিত
খেলা

ক্রিকেটকে পুরোপুরিই বিদায় জানালেন শন মার্শ

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে ২০১৯ সালেই বিদায় জানিয়েছিলেন। এরপর ফ্রাঞ্চাইজিসহ টুকটাক ঘরোয়া ক্রিকেট খেলতেন। অবশেষে ক্রিকেট খেলার সঙ্গে এই সম্পর্কটুকুও ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শন মার্শ। জিওফ মার্শের ছেলে এবং মিচেল মার্শের বড় ভাই তিনি।

গত জুলাইতেই ৪০তম জন্মদিন পালন করেছেন শন মার্শ। মন চাইলেও বয়স আর শরীর তো উপযুক্ত নয় খেলার জন্য। এ কারণে শন মার্শ সিদ্ধান্ত নিয়েছেন, এবারে বিগব্যাশ লিগেই খেলবেন ক্রিকেট জীবনের শেষ ম্যাচ।

বিগব্যাশে তিনি খেলছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। এরই মধ্যে তার ক্লাবের কোয়ালিফায়ারে ওঠার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়েছে শন মার্শের দল। শেষ ম্যাচে জিতলেও লাভ হবে না।

এবারের বিগ ব্যাশে শন মার্শের দল রেনেগেডস শেষ ম্যাচ খেলবে সিডনি থান্ডারের বিপক্ষে। ওই ম্যাচটিকেই ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে নির্ধারণ করে নিয়েছেন মার্শ।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারোন ফিঞ্চও খেলেন রেনেগেডসে। তিনিও শেষ ম্যাচ খেলে ফেলেছেন ১৩ জানুয়ারি। মেলবোর্ন স্টারসের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্য ফিঞ্চকে জয় উপহার দিয়েছেন রেনেগেডস। ফিঞ্চের পথ ধরে বিগব্যাশে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানকেন শট মার্শ।

ইনজুরির কারণে এবারের বিগব্যাশ অনেক পরে শুরু করতে হয়েছিলো। তবুও মাত্র ৫ ম্যাচে ১৩৮.১৬ স্ট্রাইক রেটে, ৪৫.২৫ গড়ে তিনি রান করেছেন ১৮১। তিনটি হাফ সেঞ্চুরি করেন তিনি এর মধ্যে। এর মধ্যে ফিঞ্চের বিদায়ী ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৬৪ রান করে দলকে জয় এনে দেন এবং নিজে হলেন ম্যাচ সেরা।

শন মার্শ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলাটা আমি খুব ভালোবাসি। গত ৫ বছর এখানে বেশ কিছু অসাধারণ মানুষের সঙ্গে মিশতে পেরেছি। এখানে এমন কিছু বন্ধু পেয়েছি, যাদের সঙ্গে সারাজীবন আমার সম্পর্ক থাকবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

‘বেকায়দায়’ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ

বিশ্বের বেশির ভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। রিয়ালে আসা...

যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা

একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মত...

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি...

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা