রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

কালুখালীতে এক সপ্তাহে তিনটি সড়ক দুর্ঘটনা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা না‌টোরগামী এইচ.পি পরিবহন (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৯৫৩১) ও রাজশাহীর সোনামসজিদ থেকে ফরিদপুরগামী পাথরবোঝাই ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৪৬০৮) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় যানে থাকা যাত্রী ও চালক-হেলপাররা আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন: চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার রামকৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, একই জেলার শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল এর পুত্র আমিন, শামিম, সেলিম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম, ট্রাক চালক রাজশাহী জেলার চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামের আসাদুজ্জামান (পিতা: মৃত আজিবর রহমান) প্রমুখ।

আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ, রাজবাড়ী ট্রাফিক পুলিশ ও কালুখালী ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং যান চলাচলের জন্য সড়ক স্বাভাবিক করা হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতায় দুর্ঘটনার হার বেড়ে গেছে।

উল্লেখ্য, এর আগে ৩০ ও ৩১ মে কালুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটে। টানা দুর্ঘটনায় এলাকায় তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা