মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ ও মেধাবী ছাত্রীবৃত্তি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিদ্যালয়ের উদ্যোগে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভিন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী রিপন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আমারবাঙলা/এফএইচ