ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

ইউপি সচিবই যেন চেয়ারম্যান! পাংশায় ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সচিব নাসির উদ্দিন নিজেই যেন চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (২২ মার্চ) সকালে কলিমহর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ১৪০৩ জন দুস্থ ও অতি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাউল দেওয়ার কার্যক্রম চলছে। তবে সেখানে ওজন মাপার কোনো যন্ত্র ছিল না, ট্যাগ অফিসারের সামনে বালতিতে করে চাউল দেওয়া হচ্ছিল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা অভিযোগ করেন, চাউলের ওজনে গরমিল হচ্ছে।

পরীক্ষামূলকভাবে বিতরণকৃত চাউল ওজন করতে গেলে দেখা যায়, ১০ কেজির পরিবর্তে আট দশমিক পাঁচ থেকে নয় দশমিক পাঁচ কেজি পর্যন্ত চাউল দেওয়া হচ্ছে।

হোসেনডাঙ্গা গ্রামের আহাদ আলী বলেন, "আমি তিনটি কার্ড থেকে চাউল নিয়েছি, কিন্তু ওজনে তিন কেজি কম পেয়েছি।" একই অভিযোগ করেছেন আরও অনেক ভুক্তভোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, "ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস বানু মহিলা হওয়ায় সচিব নাসির উদ্দিন নিজেই পরিষদ পরিচালনা করছেন। কার্ড বিতরণের ক্ষেত্রেও রাজনৈতিক ব্যক্তিদের সাথে সমন্বয় করা হয়নি, বরং নিজের ইচ্ছামতো কার্ড দেওয়া হয়েছে।"

এদিকে, অনেকে অভিযোগ করেন, প্রকৃত দুস্থ ও শ্রমজীবী মানুষের কাছে কার্ড পৌঁছেনি, বরং একাধিক কার্ডধারী কিছু সুবিধাভোগী চাউল নিচ্ছেন।

ট্যাগ অফিসার হযরত আলী খান বলেন, "১০ কেজি করেই চাউল দেওয়া হচ্ছে, তবে মাপে কিছুটা কম হতে পারে।"

ইউপি সচিব নাসির উদ্দিন বলেন, "আমরা ১৪০৩ জনের জন্য ১৪,০৩০ কেজি চাউল এনেছি এবং সঠিকভাবেই বিতরণ করছি। কিছু রাজনৈতিক মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তুলছে।"

ইউপি চেয়ারম্যান বিলকিস বানু জানান, "আমি তিন দিন আগে সচিবের ওপর দায়িত্ব দিয়ে এসেছি। আমি দুর্নীতি পছন্দ করি না, সচিবকে নির্দেশ দিয়েছি যাতে কেউ কম না পায়।"

চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন তাৎক্ষণিক পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা বলেন, "সুষ্ঠুভাবে চাউল বিতরণ করার নির্দেশ দিয়েছি। একই ব্যক্তি যেন একাধিক কার্ডে চাউল না নিতে পারে, সে বিষয়েও নজর রাখতে বলেছি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বা...

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা