জাতীয়

‘আম্মু, পানি দাও জ্বালা করে’

নিজস্ব প্রতিবেদক

রাত ৯টা।‌ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে মানুষের ভিড়। এখানকার বাতাস ভারি ছোট্ট শিশুদের কান্না, আর্তনাদ আর যন্ত্রণায়। দগ্ধ হয়ে উত্তরা থেকে এই ইনস্টিটিউটে যাদের আনা হয়েছে তাদের কারও বয়স ৭, কারও ৯, কারও ১০ কিংবা ১৫। তাদের শরীরজুড়ে আগুনের যন্ত্রণা। যাদের দুই চোখজুড়ে ছিল স্বপ্ন, তারা এখন কাতরাচ্ছে যন্ত্রণায়। যে শিশুদের স্কুল থেকে ফিরে বাসায় পড়ার টেবিলে থাকার কথা ছিল, ছবি আঁকার কথা ছিল, বাবা-মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতে খাওয়ার কথা ছিল– এখন তাদের কেউ ব্যথায় চিৎকার করছে, কেউ অক্সিজেন মাস্কে নিঃশ্বাস নিচ্ছে। ইনস্টিটিউটের বাইরেও স্বজনদের কান্নায় এক বিভীষিকাময় পরিস্থিতি।

সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আগুনে দগ্ধ অনেক শিশু এখানে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। একেক শিশুর গায়ে একেক ধরনের পোড়া ক্ষত। কেউ সাড়া দিচ্ছে না, কেউ ব্যথায় আর্তনাদ করছে। নার্সেরা ছুটে চলেছেন স্যালাইন, ব্যান্ডেজ আর অক্সিজেন নিয়ে।

১০ বছরের আয়ান রশীদ ক্লাসে ছিল তখন। বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠেছিল। আগুনে পুড়ে গেছে তার বুক, হাত, মুখমণ্ডল। তার মা কানিজ ফারহানা হাসপাতালের করিডোরে বসে বলছিলেন, ‘ও সকালবেলা বলেছিল, আজকে স্কুলে নতুন একটা কবিতা শিখবে। যার শরীরে একদিনও ঘা হয়নি, আজ আগুনে জ্বলেছে।’

রুবাইয়াত ফারিহার বয়স সাত। নার্সারিতে পড়ে। দুর্ঘটনার সময় নিচতলার করিডোরে ছিল। এখন চোখে-মুখে ব্যান্ডেজ। মা কাছে এলেই কান্না জড়ানো গলায় বলে, ‘আম্মু, পানি দাও, খুব জ্বালা করে।’

বার্ন ইনস্টিটিউটের সামনে এক নারী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। জানতে পেরেছেন, তাঁর ছেলের অবস্থা সংকটজনক। তাঁর সঙ্গে থাকা আত্মীয়রা চোখের পানি ফেলছেন। কেউ কাউকে যেন আর সান্ত্বনা দিতে পারছেন না।

ফাহাদ নিয়ন তাঁর চতুর্থ শ্রেণি পড়ুয়া ভাগনি মেহরিনের পোড়া কাপড় ধরে কাঁদছিলেন। মেহরিনের বাসা উত্তরার দিয়াবাড়ী এলাকায়। ফাহাদ বলেন, ‘ওর শ্রেণিকক্ষের কাছে বিমান পড়েছে। আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে ২-৩ ঘণ্টা খুঁজেছি, পাইনি। পরে ওর শিক্ষক ফোন করে বলেন, মেহরিন বার্ন ইউনিটে। এখানে এসে দেখি, ওর দুই হাত পুড়ে গেছে। মুখ পুড়ে গেছে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫২০ নম্বর কক্ষের মেঝেতে মেয়েকে ধরে হাউমাউ করে কাঁদছিলেন ইয়াসমিন আক্তার। তাঁর ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নুরে জান্নাত ইউশার শরীর পুড়ে গেছে। ইয়াসমিন বলেন, ‘আমার মেয়ের কপাল পুড়ে গেছে, মুখ ঝলসে গেছে, মাথা ফেটে গেছে, পিঠও পুড়েছে। মেয়ে আমার সঙ্গে কথা বলেছে। সে বলে, মা, আমার সব জ্বলে।’

৫২০ নম্বর কক্ষের সামনে বিলাপ করতে থাকা নাসিমা বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন আত্মীয়স্বজন। তাঁর ছেলে রবিউল হাসান রোহান সপ্তম শ্রেণির শিক্ষার্থী। রবিউলের শরীর পুড়ে গেছে। নাসিমা বলছিলেন, ‘এমন দশা ক্যামনে হইছে রে। কত মায়ের বুক খালি হইছে রে। আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে।’ রোহানের বাবা মো. নিজাম উদ্দিন বলেন, ছেলের পুরো শরীর পুড়ে গেছে।

এক অভিভাবক কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলেটা বলেছিল, বাবা, আজ স্কুলে যেতে ইচ্ছে করছে না। এখন আমি নিজেকে ক্ষমা করতে পারছি না।’

সারা শরীর পুড়ে যাওয়া ১১ বছর বয়সী আরিয়ানের চিকিৎসা চলছে জরুরি বিভাগে। বাইরে বসে তার মা মনিকা আক্তার আঁখি কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আল্লাহ আমার সন্তানরে আমার কাছে ফিরাইয়া দেও। সকাল পৌনে ৮টায় স্কুলে গেছে। দেড়টায় ছুটি হওয়ার কথা ছিল, এরপর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কোচিং। সকালে ছেলেরে খাবার দিয়া দিছি, এর মধ্যে এই ঘটনা ঘটল।’

বার্ন ইনস্টিটিউটের বাইরে কেউ ছেলের নাম ধরে কাঁদছেন, কেউ মেয়ের ছবি হাতে ছুটছেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। বার্ন ইউনিটে সব চিকিৎসক, নার্স, কর্মীরা টানা কাজ করছেন। কিন্তু হঠাৎ এত সংখ্যক দগ্ধ শিশু সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাহমিনা আক্তার নামে এক নার্স বলেন, আলতো ছোঁয়াতেও ব্যথায় তারা কেঁপে ওঠে। শিশুরা শারীরিকভাবে আগুন সহ্য করার মতো অবস্থায় থাকে না। তারা ব্যথা বোঝাতে পারে না অনেক সময়, শুধু কাঁদে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছেলেকে আনতে গিয়ে বাবা আহত, বিধ্বস্ত বিমানের একটি অংশ লাগে বুকে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে সূর্য সময়। শিশুটি স্কুলের...

পদত্যাগ করলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট

ভারতের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার শ...

‘আম্মু, পানি দাও জ্বালা করে’

রাত ৯টা।‌ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ম...

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে...

উৎকণ্ঠায় মা-বাবা ও স্বজন, চারদিকে কান্নার রোল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আরিয়ানে...

‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গ...

শাকিব–মিমির ‘দুষ্টু কোকিল’ রেকর্ড গড়ল, ৫০ কোটি পার

ভিউয়ে রেকর্ড গড়েছে ‘দুষ্টু কোকিল’। মাত্র এক বছরে দুই চ্যানেল মিলি...

সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জ সুদের মহাজনের চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক থাই ব...

মৃত্যুর আগে স্বামীকে কী বলেছিলেন ২০ শিশুকে বাঁচানো মাহেরীন

উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রেশিক্ষণ বিমান বিধ্বস্...

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা