অভিনেত্রী তাসনুভা তিশা
বিনোদন

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

আমার বাঙলা ডেস্ক

শুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এমন অভিযোগ তোলেন এই অভিনেত্রী। প্রায় ২২ মিনিটের লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিশা জানান, কাউসার নামে এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে শুটিং সেটে গিয়ে এমন কাজ করেছেন। এর আগে ফেসবুকে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিশা।

ফেসবুক লাইভে তাসনুভা তিশা বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। তাঁরা আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনিও ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন। তিনি আমারও ভিডিও করেছেন। সেই ভিডিওর ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে গেছে এবং পেজ থেকে নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।’

ভিডিওটির বর্নণা দিয়ে তিশা বলেন, ‘আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনও জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকেরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল লাগিয়ে ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে গোপনে। কাউসার কিংডম নামের এক পেজে সেটি আপলোড করে।’

ওই ব্যক্তিকে বয়কট করার পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিশা। তিনি বলেন, ‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু লোক আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নন। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি যেন কোনো শুটিং স্পটের আশেপাশে কখনো না আসেন। সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা উচিত।’

তিশা জানান, ওই পেজে আরও অনেক অভিনেত্রীদের ভিডিও আছে। অভিনেত্রীর কথায়, ‘হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন এবং তার পেজে সেগুলো পেজে পোস্ট করেছেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার স্মরণে শিবগঞ্জে এক স্মর...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া...

বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয় : তারেক রহমান

বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনী...

বাংলা সিনেমার দুর্দিনের কান্ডারি ‘রূপবান’

ষাটের দশকে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির দুর্দিনে ইন্ডাস্ট্রিকে চাঙা করতে সেসময় উ...

মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় মেসির চোট

লিগস কাপে ইন্টার মায়ামি বনাম নেকাখসার ম্যাচে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। ম...

এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না...

অভিনয়ে শবনম ফারিয়ার ব্যস্ততা নেই আগের মতো। কয়েক মাস ধরে চাকরি করছেন। সময়&ndas...

লাইফস্টাইল
বিনোদন
খেলা