ছবি: সংগৃহীত
খেলা

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

আমার বাঙলা ডেস্ক

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে এবং এর বাইরে বিকল্প কোনো ভেন্যুতে খেলার সুযোগ নেই। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন অবস্থায় বিসিবিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। এরই মধ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।

এই টানাপোড়েনের প্রেক্ষাপটে নিজের মতামত দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া। তার ধারণা, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় আকাশ চোপড়া বলেন, আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে। এরপরও বাংলাদেশ যদি অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হতে পারে।

তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এমনকি ইতালির কাছে হেরে বিদায় নেওয়া দলটির জন্য এটি হতে পারে বড় সুযোগ।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরেন আকাশ চোপড়া। তার মতে, আইসিসির আয়ের একটি বড় অংশ আসে বাংলাদেশের মতো দেশের অংশগ্রহণের মাধ্যমে। একবার সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়ালে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে পারে, যার প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলবে।

সবশেষে আকাশ চোপড়া বলেন, তার বিশ্বাস বিসিবি শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে এসে আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানাবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থী...

মাদকসহ ১০৩ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার টাকাসহ ১৩৯ জন আসামী আটক

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বছরে চোরাচালানি মাদকসহ ১০৩ কোটি ২৫ লক্ষ ৭০...

কুষ্টিয়ায় কীটনাশক পান করে ৩ বছরের শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসা উপজেলায় হৃদয়বিদারক ঘটনায় ৩ বছরের এক শিশু কন্যা মারা গেছে। শিশ...

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতী...

নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীর...

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাব...

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদে...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন জসিম উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা