টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে এবং এর বাইরে বিকল্প কোনো ভেন্যুতে খেলার সুযোগ নেই। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এমন অবস্থায় বিসিবিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। এরই মধ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।
এই টানাপোড়েনের প্রেক্ষাপটে নিজের মতামত দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া। তার ধারণা, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় আকাশ চোপড়া বলেন, আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে। এরপরও বাংলাদেশ যদি অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হতে পারে।
তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এমনকি ইতালির কাছে হেরে বিদায় নেওয়া দলটির জন্য এটি হতে পারে বড় সুযোগ।
বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরেন আকাশ চোপড়া। তার মতে, আইসিসির আয়ের একটি বড় অংশ আসে বাংলাদেশের মতো দেশের অংশগ্রহণের মাধ্যমে। একবার সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়ালে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে পারে, যার প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলবে।
সবশেষে আকাশ চোপড়া বলেন, তার বিশ্বাস বিসিবি শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে এসে আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানাবে।
আমারবাঙলা/এসএবি