নিজস্ব প্রতিবেদক: অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. নূহ-উল-আলম লেনিনের ৭৫ বছর পূর্তী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সম্মাননা গ্রন্থ ‘পান্থজনের কথা’ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিকেল ৪ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি এবং কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, দৈনিক আমার বাঙলা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. নূহ-উল-আলম লেনিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ড. নূহ-উল-আলম লেনিন
বরেণ্য রাজনীতিবিদ, গবেষক, লেখক ও সংগঠক নূহ-উল-আলম লেনিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং ঐতিহ্যবাহী এ সংগঠনের মুখপত্র মাসিক 'উত্তরণ' এর সম্পাদক ও প্রকাশক।
১৯৯৮ সাল থেকে তিনি সামাজিক সাংস্কৃতিক প্রত্নতাত্ত্বিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন।
১৯৪৭ সালের ১৭ এপ্রিল নূহ-উল-আলম লেনিন বিক্রমপুরের লৌহজং উপজেলার রাণীগাঁওয়ে জন্মগ্রহণ করেন। বাবা স্কুলশিক্ষক আবদুর রহমান মাস্টার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক। তার মা মোমেনা খাতুন কৃষক আন্দোলনের কর্মী ছিলেন।
১৯৬৫ সালে নূহ-উল-আলম লেনিন লৌহজং এর ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করেন এবং ঢাকার জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন।
১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৪ সালের আগস্টে নূহ-উল-আলম লেনিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তার গবেষণা প্রবন্ধের শিরোনাম ‘বাঙালি সমাজ ও বাংলা সাহিত্যে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ: মূল প্রবণতা, পুনঃপাঠ ও পুনর্মূল্যায়ন’ যা পরবর্তিতে বাংলা একাডেমি থেকে গ্রন্থ আকারে প্রকাশিত হয়।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            