বাণিজ্য ডেস্ক: রিসাইকেল ফাইবার মিলের কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ এবং স্থানীয় স্পিনিং মিলে সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংস্থাটি এ দাবি জানায়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রিসাইকেল ফাইবার উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজিত হয়। এ প্রক্রিয়ায় কোনো প্রকার পানি বা রাসায়নিক উপকরণ ব্যবহার করা হয় না। এছাড়া কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় না। ফলে পরিবেশ রক্ষায় এটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কটনের বিকল্প হিসেবে ব্যবহৃত হওয়ায় আমদানির সর্বনিম্ন ৩০ শতাংশ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের নতুন আইন অনুযায়ী, ২০২৫ সালে সর্বোচ্চ ৫০ শতাংশ অর্গানিক কটন বা পলিয়েস্টারের সঙ্গে আনুপাতিকহারে সংমিশ্রণে সুতি কাপড় উৎপাদন করতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে আমাদের দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জিএসপি সুবিধা ২০২৬ সালে বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ইইউভূক্ত দেশসমূহে আমাদের গার্মেন্টস সামগ্রী কর আরোপযোগ্য হবে এবং একটি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে।
এছাড়া উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ করা, নগদ সহায়তার ওপর কর কর্তনের হার ৫ শতাংশ নির্ধারণ, করপোরেট করহার ১২ শতাংশ করা, এইচ এস কোডে জটিলতা নিরসনের দাবি জানিয়েছে বিজিএমইএ।
এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, রিসাইকেল করার মাধ্যমে যদি পরিবেশ পরিচ্ছন্ন হয়, তাহলে আমরা খুঁজে খুঁজে সেটা বের করে সাপোর্ট করতে চাই। পরিবেশের জন্য সহায়ক হলে আমাদের বাড়তি রাজস্ব দরকার নেই। রিসাইকেলের জন্য যা করণীয় আমরা করবো।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            