ছবি: সংগৃহীত
বিনোদন

আশ্রমে জন্ম নেওয়া সেই নির্মাতার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার নির্মাতা শিন সাং-হুন মারা গেছেন। বয়স হয়েছিল ৪০ বছর। কোরিয়ান সংবাদমাধ্যম ওএসইএন জানিয়েছে, তাঁর মৃত্যু ঘটে চলতি বছরের মে মাসে, তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পরিবারের কেউ খুঁজে না পাওয়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ‘নো-রিলেটিভ বুরিয়াল’ হিসেবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি এবং শিনের দীর্ঘমেয়াদি অসুস্থতারও কোনো প্রমাণ মেলেনি। এক বন্ধুর সন্দেহ থেকেই মৃত্যুর বিষয়টি সামনে আসে। বেশ কিছুদিন যোগাযোগ না পেয়ে তিনি শিনের বাসায় গেলে নির্মাতাকে মৃত অবস্থায় পান।

শিন সাং-হুনের জীবন ছিল সিনেমার গল্পের মতোই নাটকীয়। এক অনাথ আশ্রমে জন্ম নেওয়ার পর দত্তক সন্তান হিসেবে বেড়ে ওঠেন তিনি। কিন্তু তাঁর দত্তক মা ছিলেন জুয়ায় আসক্ত, যার কারণে পরিবারের ওপর নেমে আসে ঋণের বোঝা। শিন নিজেই পরিশোধ করেন প্রায় ১৬ কোটি কোরিয়ান উওন ঋণ। এরপর তিনি আইনি প্রক্রিয়ায় দত্তক সম্পর্কের ইতি টানেন। অতীতের কঠিন সময় নিয়ে প্রকাশ্যে কথা বললেও কখনও তিক্ত হননি শিন। বরং জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন দৃঢ়চেতা ও পরিশ্রমী।

২০২২ সালে এক সাক্ষাৎকারে শিন বলেছিলেন, ‘যদি আপনি নিয়মিত বাণিজ্যিক ছবি না বানান, পরিচালক হিসেবে টিকে থাকা খুবই কঠিন। ছোট ও স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের অবস্থা আরও করুণ-তারা শুধু সেটা প্রকাশ্যে বলে না। যতদিন আপনি সিনেমা বানাতে পারবেন না, প্রতিদিনই মনে হবে যুদ্ধ চলছে।” চলচ্চিত্রের কাজ না থাকলে জীবিকা নির্বাহের জন্য তিনি কাজ করতেন খণ্ডকালীন শ্রমিক হিসেবে—প্যাকেট বহন, ট্রাক আনলোড কিংবা ডেলিভারি সার্ভিসে। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “একদিন এমন কাজ করে বুঝেছিলাম কত কষ্টের জীবন এটা। সারা শরীর ব্যথায় ভরে যেত। তখনও মনে হয়েছিল, হয়তো আমাকে পরিচালকের পথেই এগোতে হবে।’

২০০২ সালে গায়ক হিসেবে বিনোদনজগতে পা রাখেন শিন সাং-হুন। এরপর ছোট ছোট অভিনয়ের চরিত্রে দেখা যায় তাঁকে। ধীরে ধীরে মনোনিবেশ করেন চলচ্চিত্র নির্মাণে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর চলচ্চিত্র ‘জাজাংমিয়ন থ্যাঙ্ক ইউ’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পায়। ছবিটি ৭ম হলিউড ব্লুবার্ড ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জেতে। পাশাপাশি বিশ্বের নানা দেশে ৮০টিরও বেশি পুরস্কারে সম্মানিত হয় এই সিনেমা। পরবর্তীতে তিনি নির্মাণ করেন ‘আন্ডারএজ’ (২০২৪) এবং ‘গড’স চয়েস’ (২০২৫)—যা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। মৃত্যুর সময় তিনি কাজ করছিলেন ‘আন্ডারএজ ২’ ছবির পরিকল্পনায়, যা ২০২৫ সালে মুক্তির কথা ছিল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কবি নজরুল ছাত্রদল নেতার উদ্যোগে খাবার ও শীতবস্ত্র বিতরণ

দেশজুড়ে বাড়ছে শীতের আবাস। শীত যেমন মানবজীবনকে প্রকৃতির কাছে নিয়ে যায়, তেমনি এ...

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। নিখোঁজে...

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে...

নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি...

নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের আজ থেকে নতুন ইউনিফর্ম চালু হয়েছে।পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযা...

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন...

নদী নয়, যেন ময়লার ভাগাড়

মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহর পেরিয়ে দেশের বৃহৎ হাওর হাকালুকিতে মিলিত হয়েছে জু...

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের...

রাজধানীতে ৩ বাসে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা...

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর: ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা