নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেন পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার নিতাই ইউনিয়নের হামুরহাট এলাকার আনিসুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), কাচারী বাজার এলাকার ময়নুল ইসলামের ছেলে তুহিন ইসলাম (২৫) ও তার সহযোগী শামিম ইসলাম (২০)।
আমারবাঙলা/এসএ