খেলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে অসন্তোষ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় লিগের বেতনভুক্ত ১০০ ক্রিকেটারের তালিকায় রাখা হয়নি আল আমিন জুনিয়রকে। ৩১ বছর বয়সী এ ক্রিকেটার চুক্তি থেকে বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না। এক সাবেক ক্রিকেটারের পরামর্শে সাবেক নির্বাচক হান্নান সরকারের কাছে বাদ পড়ার কারণটা জানতে চান আল আমিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলিয়ে একটা ব্যাখ্যা দেন তিনি। সব শুনে আল আমিন উদাস দৃষ্টিতে দূরে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। এর পর চলে গেলেন একাডেমি মাঠে অনুশীলনের জন্য।

প্রথম শ্রেণির ক্রিকেটারদের চেয়েও বেশি হতাশ কেন্দ্রীয় চুক্তি পাওয়া কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার যেমন হতাশ হয়েছেন নিজেকে ‘সি’ গ্রেডে দেখে। মন খারাপ জাকের আলীরও। শামীম হোসেন পাটোয়ারিকে ভবিষ্যৎ বিবেচনায় রাখা হয়নি। কারো কারো মতে এবারের কেন্দ্রীয় চুক্তি বৈষম্যমূলক।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির একটি কাঠামো ছিল। অভিজ্ঞতা, বর্তমান পারফরম্যান্স ও ভবিষ্যৎ মাথায় রেখে মার্কিং করে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হতো পয়েন্টের ভিত্তিতে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমান নির্বাচক কমিটি বৈজ্ঞানিক সে পদ্ধতি অনুসরণ করেনি।

গাজী আশরাফ হোসেন লিপু নিজেদের মতামতের ভিত্তিতে ক্রিকেটারদের ক্যাটেগরি নির্ধারণ করেছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় চুক্তিতে থাকা এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পেস বোলারদের মূল্যায়ন করছে, সেটা খুবই ভালো। কারণ তারা সব ম্যাচ খেলার সুযোগ পাবে না। তাদের ভালো গ্রেডে রাখা নিয়ে কোনো আপত্তি নেই। সমস্যা হলো কেউ কেউ জাতীয় দলকে ভালো সার্ভিস দেওয়ার পরও তাদের নিচের গ্রেডে রাখা হয়েছে। এটা তো বৈষম্য তৈরি করবে।’

এ অভিযোগের ব্যাপারে জানার চেষ্টা করেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ফোনে পাওয়া যায়নি। নির্বাচক আব্দুর রাজ্জাকও ফোন ধরেননি। তবে হান্নান সরকার একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এভাবে, ‘এ চুক্তিতে আমার স্বাক্ষর আছে। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে গ্রেডিং করা হয়েছে। নাহিদ রানা দেশের সেরা একজন ফাস্ট বোলার। সে তিন সংস্করণে খেলবে। এ কারণে তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।’

নাহিদ রানা টেস্ট ও ওয়ানডে খেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দলে থাকলেও অভিষেক হয়নি। তাঁর তুলনায় জাকের আলীর পয়েন্ট বেশি হওয়ার কথা। তিন সংস্করণে খেলা উইকেটরক্ষক এ ব্যাটারের পারফরম্যান্সও ভালো।

লিপুদের নির্বাচিত জাতীয় দল যে বর্তমানে ভালো ক্রিকেট খেলছে না, তা ফলের দিকে তাকালেই বোঝা যায়। পারফরম্যান্সের দোহাই দিয়ে অভিজ্ঞ লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে ভালো করতে পারছে না লিপুর নির্বাচিত দল। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৫০ ওভারের খেলায়। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে একটি টেস্ট জিতেছে ও লিটনের নেতৃত্বে টি২০ সিরিজ।

এ পরিস্থিতিতে ২০২৬ সালের টি২০ আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিসিবি যখন জাতীয় দল গড়ার পরিকল্পনা বা গাইডলাইন তৈরি করার উদ্যোগ নিয়েছে, সে মুহূর্তে কেন্দ্রীয় চুক্তি জাতীয় দল নির্বাচক প্যানেলের পছন্দে হয়েছে বলে অভিযোগ।

সাবেক এক নির্বাচক বলেন, ‘এখন থেকে নির্বাচকদের সমীহ করে চলতে হবে ক্রিকেটারদের। কারণ কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচিত হবেন নির্বাচকদের পছন্দে; এবার যেটা হয়েছে। আগের গাইডলাইন ফেলে দিয়ে তারা নিজেরা যাকে যেখানে নেবেন বলে ঠিক করেছেন, তারই প্রতিফলন ঘটেছে গ্রেডিংয়ে।’ এ অভিযোগের সত্যতাও যাচাই করা যায়নি নির্বাচকরা ফোন না ধরায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

উত্তরার দিয়াবাড়ি ব্রিজ এলাকায় ছিনতাই আতঙ্ক

রাজধানীর উত্তরার জনপ্রিয় দর্শনীয় স্থান দিয়াবাড়ি। প্রতিদিনই বহু মানুষ এখান...

শেখ হাসিনার মামলার রায় আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শে...

বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধ...

‘বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম’

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ...

দেশে মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ

এখন দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোট...

ঝুঁকিতে রাজস্থলীর একমাত্র ঝুলন্ত সেতু

চ্চপ্রু মারমা : রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার একমাত্র ঝুলন্ত সেতু&...

দলের টানাপোড়েনে মৌলভীবাজারে ৩টি আসনে ‘ধানের শীষ’ বিপদের আশঙ্কা

মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার পর তৃণমূল বিএনপি...

মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. আবু সুফিয়ান নামে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাড়ি...

আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কিনছে সরকার

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আনসার বাহি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা