সংগৃহীত
খেলা

ফের প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

ক্রীড়া প্রতিবেদক

প্রায় নয় বছর পর আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন। বিপিএলের শেষ দিকে এসে আম্পায়ারদের সন্দেহের তালিকায় যুক্ত হলো বাঁহাতি স্পিনারের নাম।

টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান নিশ্চিত করেছেন বিষয়টি।

তিনি বলেন, আরাফাত সানির বোলিং অ্যাকশন সাসপেক্টেড হয়েছে। সাত দিনের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল আসার আগপর্যন্ত খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই। বিসিবির সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই পরীক্ষাটি নেবে।

তবে কোন ম্যাচে বা কোনো সুনির্দিষ্ট ডেলিভারি কিনা অথবা কতটি ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি রকিবুল।

বিসিবির সূত্রে জানা গেছে, শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে সানির বোলিং অ্যাকশনে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। সেদিন চার ওভার বোলিং করে ৪১ রানে এক উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সী স্পিনার।

ওই ম্যাচের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমালসিরিই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আগামী শনিবারের মধ্যে পরীক্ষা দিতে হবে সানিকে। তবে বিপিএলের মাঝে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালের পরদিন অর্থাৎ শনিবার বিসিবির তত্ত্বাবধানে নেওয়া হতে পারে সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা।

টুর্নামেন্টের মাঝপথে চিটাগংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরে পরীক্ষায় জানা গেছে, কোনো সমস্যা নেই রহস্য স্পিনারের অ্যাকশনে। তাই বোলিংয়ের পূর্ণ ছাড়পত্র পেয়েছেন তিনি।

বোলিং অ্যাকশনজনিত সমস্যায় আগেও পড়েছেন সানি। ভারতে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে পরীক্ষায়ও পাস করতে পারেননি বাঁহাতি স্পিনার।

বিশ্বকাপের মাঝপথেই তাই দেশে ফিরতে হয়েছিল তাকে। ওই বছরই বোলিং অ্যাকশন শুধরে স্বীকৃত ক্রিকেটে ফেরেন সানি। তবে ওই টুর্নামেন্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। ঘরোয়া ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে নানা সময়ে টুকটাক সন্দেহ উঠেছে বটে, তবে আনুষ্ঠানিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আর খবর জানা যায়নি।

চলতি বিপিএলে এখন পর্যন্ত নয় ম্যাচে ওভারপ্রতি আট দশামিক ৩০ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন সানি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মরব, তাও গাজা ছাড়ব না’

ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বা...

সুর পাল্টালেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহ

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইউক্...

সুপেয় পানির কষ্ট, ৩০ ফুট গভীর থেকে সংগ্রহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়...

সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

আরো একবার গভীর অন্ধকারে পথে পপ তারকা জাস্টিন বিবার...

৮ স্থলবন্দর বন্ধ করতে চান নৌ উপদেষ্টা

আয় না থাকায় বাংলাদেশের সীমান্ত এলাকার আটটি স্থলবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে বলে...

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানে...

প্রশিক্ষণে যাওয়ার আগেই ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত!

নিয়মিত প্রশিক্ষণের আগে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬...

শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ বাংলাদেশের 

দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প...

শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা