ছবি: সংগৃহীত
জাতীয়

‘কোথাও শান্তি মন্ত্রণালয় নেই’

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিশ্বের সব দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকলেও কোথাও শান্তি মন্ত্রণালয় নেই। যদিও প্রতিটি যুদ্ধ হয় ঘুরেফিরে শান্তির নামে। আমাদের সমস্ত ঘোষণা এবং আমাদের সমস্ত দর্শন, আমরা শান্তি চাই- দেশের অভ্যন্তরে শান্তি, দেশের মধ্যে শান্তি এবং বিশ্বব্যাপী শান্তি’।

আজ রোববার (০৩ নভেম্বর) তেজগাঁওয়ে এনডিসি ও এএফডব্লিউসি কোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় তিনি নতুন কৃতকার্য অফিসারদের তাদের সাফল্যের জন্যে অভিবাদন জানান। সঙ্গে সঙ্গে দেশ এবং দেশের বাইরে সবার সঙ্গে শান্তি রক্ষা এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্যে কাজ করার আহ্বান জানান।

দেশের ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মন ও স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি বিশেষ করে তরুণদের তাদের মন তৈরি করতে, চিন্তা করতে এবং স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হল পরিবর্তনের সূচনা। আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবে। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনই হবে না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি বিশ্বের জন্য কী করতে পারি?' আপনি কী করতে চান তা একবার বুঝে নিলে, আপনি তা করতে পারবেন। কারণ আপনার সেই ক্ষমতা আছে।

তিনি আরও বলেন, বর্তমান গ্রহের তরুণ প্রজন্ম সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয়, কারণ তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলেও জানান তিনি। আপনি যদি ছাত্র বিপ্লবের দিকে তাকান, তবে এটি সবই প্রযুক্তি নিয়ে। তারা (শিক্ষার্থীরা) খুব দ্রুত একে-অপরের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না। ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব সম্পর্কে তিনি আরও বলেন, দেশের তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায়। তরুণরা রাজনীতিবিদ নয় এবং কিছু রাজনৈতিক লক্ষ্য অনুসরণ করছে না, তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়-বলেন তিনি।

বিশ্ব শান্তির কথা উল্লেখ করে-২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী বলেন, বেশিরভাগ সময়, মানুষ শান্তির নামে একে অপরকে হত্যা করে। তবে আমরা প্রতিদিন নিজেদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সমস্ত ঘোষণা এবং আমাদের সমস্ত দর্শন, আমরা শান্তি চাই। দেশের অভ্যন্তরে শান্তি, দেশের মধ্যে শান্তি এবং বিশ্বব্যাপী শান্তি। অত্যন্ত হাস্যকর মনে হয় যে, বিশ্বের প্রতিটি সরকারের একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, আক্ষরিক অর্থে এটি যুদ্ধ মন্ত্রণালয়।

কিন্তু কোনো শান্তি মন্ত্রণালয় নেই-এ কথা উল্লেখ করে তিনি ফের বলেন, যদি আপনার লক্ষ্য শান্তি হয়, তাহলে কী শান্তি মন্ত্রণালয় থাকা উচিত নয়? আক্রমণের বিরুদ্ধে জনগণকে নিজেদের রক্ষা করতে হবে, তা পর্যবেক্ষণ করে অধ্যাপক ইউনূস বিশ্বের সরকারগুলোতে শান্তি মন্ত্রণালয় এবং যুদ্ধ মন্ত্রণালয়-উভয় মন্ত্রণালয় থাকার ওপর জোর দেন। তিনি প্রতিরক্ষা সংযুক্তির সাথে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি সংযুক্তি প্রবর্তনেরও পরামর্শ দেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

করাইল বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে আদনান সাহিল

করাইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে খাদ্যসহ...

পেট্রলে দগ্ধ আল আমিন ঢাকায় স্থানান্তর

সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন ময়...

বালুভর্তি ট্রাকের রাজত্বে ধুলায় অতিষ্ঠ কমলগঞ্জবাসী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার–ভৈরবগঞ্জ–মিরতিংগা চাবাগা...

নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ ও দত্তেরহাট শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আ...

দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে কমলগঞ্জে ম্যারাথন

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশি–বিদেশি ৭৫০ দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হলো ‘ছ...

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব...

দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি...

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: আহমেদ আযম খান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দল...

র্দীঘ ১১মাস ধরে ঘরবন্দী অসহায় এক পরিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলে নিতে ১১ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দী করে রা...

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘন্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা