ছবি: সংগৃহীত
জাতীয়

‘কোথাও শান্তি মন্ত্রণালয় নেই’

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিশ্বের সব দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকলেও কোথাও শান্তি মন্ত্রণালয় নেই। যদিও প্রতিটি যুদ্ধ হয় ঘুরেফিরে শান্তির নামে। আমাদের সমস্ত ঘোষণা এবং আমাদের সমস্ত দর্শন, আমরা শান্তি চাই- দেশের অভ্যন্তরে শান্তি, দেশের মধ্যে শান্তি এবং বিশ্বব্যাপী শান্তি’।

আজ রোববার (০৩ নভেম্বর) তেজগাঁওয়ে এনডিসি ও এএফডব্লিউসি কোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় তিনি নতুন কৃতকার্য অফিসারদের তাদের সাফল্যের জন্যে অভিবাদন জানান। সঙ্গে সঙ্গে দেশ এবং দেশের বাইরে সবার সঙ্গে শান্তি রক্ষা এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্যে কাজ করার আহ্বান জানান।

দেশের ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মন ও স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি বিশেষ করে তরুণদের তাদের মন তৈরি করতে, চিন্তা করতে এবং স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হল পরিবর্তনের সূচনা। আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবে। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনই হবে না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি বিশ্বের জন্য কী করতে পারি?' আপনি কী করতে চান তা একবার বুঝে নিলে, আপনি তা করতে পারবেন। কারণ আপনার সেই ক্ষমতা আছে।

তিনি আরও বলেন, বর্তমান গ্রহের তরুণ প্রজন্ম সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয়, কারণ তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলেও জানান তিনি। আপনি যদি ছাত্র বিপ্লবের দিকে তাকান, তবে এটি সবই প্রযুক্তি নিয়ে। তারা (শিক্ষার্থীরা) খুব দ্রুত একে-অপরের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না। ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব সম্পর্কে তিনি আরও বলেন, দেশের তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায়। তরুণরা রাজনীতিবিদ নয় এবং কিছু রাজনৈতিক লক্ষ্য অনুসরণ করছে না, তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়-বলেন তিনি।

বিশ্ব শান্তির কথা উল্লেখ করে-২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ী বলেন, বেশিরভাগ সময়, মানুষ শান্তির নামে একে অপরকে হত্যা করে। তবে আমরা প্রতিদিন নিজেদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সমস্ত ঘোষণা এবং আমাদের সমস্ত দর্শন, আমরা শান্তি চাই। দেশের অভ্যন্তরে শান্তি, দেশের মধ্যে শান্তি এবং বিশ্বব্যাপী শান্তি। অত্যন্ত হাস্যকর মনে হয় যে, বিশ্বের প্রতিটি সরকারের একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, আক্ষরিক অর্থে এটি যুদ্ধ মন্ত্রণালয়।

কিন্তু কোনো শান্তি মন্ত্রণালয় নেই-এ কথা উল্লেখ করে তিনি ফের বলেন, যদি আপনার লক্ষ্য শান্তি হয়, তাহলে কী শান্তি মন্ত্রণালয় থাকা উচিত নয়? আক্রমণের বিরুদ্ধে জনগণকে নিজেদের রক্ষা করতে হবে, তা পর্যবেক্ষণ করে অধ্যাপক ইউনূস বিশ্বের সরকারগুলোতে শান্তি মন্ত্রণালয় এবং যুদ্ধ মন্ত্রণালয়-উভয় মন্ত্রণালয় থাকার ওপর জোর দেন। তিনি প্রতিরক্ষা সংযুক্তির সাথে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি সংযুক্তি প্রবর্তনেরও পরামর্শ দেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে ৩ বাসে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা...

বিষমিশ্রিত দানায় ৩৩৫ হাঁসের মৃত্যু, খামারির মাথায় হাত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির ৩৩৫টি হাঁস মারা গেছে...

মৌলভীবাজার পৌর বিএনপির দায়িত্বে কামাল

মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ দেশের বাইরে থাকায় তাঁর অনু...

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের...

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙন কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর: ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা...

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তাঁ...

শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন

শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মনোযো...

বেকি লেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত...

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস

বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা