হামাসের হাতে আটক ছয় ইসরায়েলি জিম্মিকে গাজায় মুক্তি দেওয়ার কথা রয়েছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি)। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও গাজা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত মাসে চুক্তি হওয়া অস্ত্রবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মির মুক্তি পাওয়ার কথা। এদের মধ্যে শেষ জীবিত ছয়জনকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হামাসের কর্মকর্তারা।
এদিকে ভুলভাবে শনাক্ত করা একটি মরদেহ ফেরত পাঠানোর ঘটনা নিয়ে ওঠা অভিযোগ এই দুর্বল অস্ত্রবিরতিকে বিপদের মুখে ফেলেছে।
চার জিম্মি ২৭ বছর বয়সী এলিয়া কোহেন , ৪০ বছর বয়সী তাল শোয়াম, ওমর শেম টভের বয়স ২২ বছর এবং ২৩ বছর বয়সী ওমর ওয়েনকার্ট ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যোদ্ধাদের হাতে বন্দি হন।
অন্য দুজন ৩৬ বছর বয়সী হিশাম আল-সাইয়েদ এবং ৩৯ বছর বয়সী অ্যাভেরা মেঙ্গিস্টু প্রায় এক দশক আগে অনির্দিষ্ট পরিস্থিতিতে আলাদাভাবে গাজায় প্রবেশ করার পর থেকে হামাসের হেফাজতে রয়েছেন।
বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            