ব্রাজিলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় একটি দোকানের উপর বিমানটি বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের উপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট বলেন, দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলটসহ আরো নয় সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন।
লেট এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনায় নিচের আরো অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গভর্নর জানান, ১৯৯০ সালে তৈরি এ বিমানটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি সাও পাওলো স্টেটেরে জুনদিয়ার দিকে যাচ্ছিল। এ সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। এরপর এটি একটি বাড়ির দ্বিতীয়তলায় একটি আসবাবপত্রের দোকানে বিধ্বস্ত হয়। কাছাকাছি থাকা একটি অবকাশকেন্দ্রেও এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            