সংগৃহিত
আন্তর্জাতিক

আর্থিক দুর্নীতি মামলার চার্জশিটে প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নাম আর্থিক দুর্নীতির এক মামলার চার্জশিটে প্রথমবারের মতো উঠেছে। দেশটির অর্থনৈতিক গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে। দেশটির হরিয়ানা রাজ্যে পাঁচ এক জমির কথিত কেনাবেচার জন্য ইডির চার্জশিটি তার নাম উঠেছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, একই চার্জশিটে নাম রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রেরও। তবে এই মামলায় তাদের কাউকে ‘‘অভিযুক্ত’’ হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।

এছাড়া অনাবাসী ভারতীয় ব্যবসায়ী সি সি থাম্পি ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সুমিত চাড্ডার বিরুদ্ধেও ইডি এই চার্জশিট দাখিল করেছে। ইডির অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ব্যবসার ডিলার সঞ্জয় ভান্ডারির অর্থ লুকিয়ে রাখতে সহায়তা করেছেন তারা। ভারতের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে সঞ্জয় ভান্ডারির বিরুদ্ধে। বর্তমানে পলাতক রয়েছেন তিনি।

দিল্লি-ভিত্তিক রিয়েল এস্টেট এজেন্ট এইচ এল পাহওয়ার সাথে প্রিয়াঙ্কা গান্ধীর লেনদেনের কথা উল্লেখ করেছে ইডি। ২০০৬ সালে ফরিদাবাদে তার কৃষি জমি প্রিয়াঙ্কা গান্ধীর কাছে বিক্রি করেছিলেন। এর চার বছর পর পুনরায় এল পাহওয়ার সেই জমি প্রিয়াঙ্কার কাছ থেকে কিনে নেয়।

ইডি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, ২০০৬ সালের এপ্রিলে ফরিদাবাদের আমিপুর গ্রামে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর নামে একটি বাড়ি কেনা হয়েছিল এবং একই সময়ে পাহওয়ার কাছে সেই বাড়িকে জমি দেখিয়ে পুনরায় বিক্রি করা হয়।

পাহওয়ার কাছ থেকে রবার্ট ভদ্র ২০০৫ ও ২০০৬ সালের মাঝে আমিপুরে ৪০ দশমিক ৮ একর জমি কিনেছিলেন। পরে ২০১০ সালের ডিসেম্বর তার কাছে সেই জমির পুরোটাই বিক্রি করেন রবার্ট। এছাড়া প্রায় একই ধরনের ৪৮৬ একর জমি কেনার জন্য থামপির সাথে চুক্তি করেছিল রবার্ট ভদ্র। ২০২০ সালে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হন থামপি।

এর আগে, অনিয়মের অভিযোগে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র। তবে তিনি কোনও ধরনের অনিয়ম করেননি বলে দাবি করেছিলেন। এবারই প্রথম কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ইডির চার্জশিটে নাম উঠল তার। সূত্র: এনডিটিভি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশ...

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে সিএমপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চ...

মহান বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সর্ব...

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামক একটি স্বাধ...

বড়দিন উপলক্ষ্যে বান্দরবানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা