আন্তর্জাতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান ও কোরিয়াসহ ১৪টি দেশ রয়েছে। তবে শুল্ক কার্যকরের সময় বিষয়টি কিছুটা পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে পহেলা অগাস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

নতুন শুল্ক আরোপের কথা জানিয়ে ১৪টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেসব চিঠি তিনি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের পহেলা অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয়, তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, '‘অনুগ্রহ করে উপলদ্ধি করবেন যে, আপনাদের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি বৈষম্য রয়েছে, তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না।’

সেখানে বলা হয়েছে, বাংলাদেশ যদি কোনো কারণে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নয়, তাহলে সেটা আরোপিত ৩৫ শতাংশ শুল্কের সাথে নতুন করে যোগ হবে।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য দেশের বাজার উম্মুক্ত করতে চায় এবং শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে, তাহলে এই চিঠির কিছু অংশ তিনি পুর্নবিবেচনা করতে পারেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ওপর ভিত্তি করে এই শুল্কহার বাড়ানো বা কমানো হতে পারে।

গত এপ্রিলে বিভিন্ন দেশের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ট্রাম্প।

সেই সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এর আগে ১৫ শতাংশ শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারতো বাংলাদেশ।

পরবর্তীতে সেই ঘোষণা তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন দেশকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময়সীমা নয় এই সপ্তাহে শেষ হতে চলেছে।

নয়ই জুলাই থেকে সেই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। তবে শুল্ক হারে কিছুটা পরিবর্তন এনে পহেলা অগাস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতে বিভিন্ন দেশের সঙ্গে পাল্টা শুল্ক আরোপ অথবা চুক্তির পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে কয়েকটি দেশের সঙ্গে চুক্তিতেও পৌছেছে তারা। শুল্ক ইস্যুতে আলোচনা চালাচ্ছে বাংলাদেশও।

বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন এই বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছে। এর মধ্যেই নতুন শুল্কের ঘোষণা এলো।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশাপাশি, মিয়ানমার ও লাওসের পণ্যের উপর ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের উপর ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশের পণ্যের উপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার উপর ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যের উপর ৩০ শতাংশ এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।

জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপের বিষয়টি পুনরায় বিবেচনা করেছেন ট্রাম্প। এছাড়া পহেলা অগাস্ট থেকে শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব নেতাদের কাছে আবারো চিঠি পাঠাচ্ছেন তিনি।

গত নয়ই জুলাই থেকে উচ্চ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। তখন হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছিলেন, তারা এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন।

ট্রাম্প যুক্তি দিয়েছেন, এই শুল্ক আরোপের ফলে বিদেশি প্রতিযোগিতা থেকে মার্কিন ব্যবসাগুলো রক্ষা পাবে এবং দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করবে।

যদিও এই পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়াবে এবং বাণিজ্য হ্রাস করবে বলেই মনে করেন অর্থনীতিবিদরা। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচক হ্রাস পেয়েছে, টয়োটার মার্কিন তালিকাভুক্ত শেয়ার ৪ শতাংশ কমেছে।

মার্কিন বাণিজ্য তথ্য অনুসারে, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪৮ বিলিয়ন ডলারেরও বেশি পণ্য রপ্তানি করেছে জাপান, যা দেশটিকে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, চীন এবং কানাডার পরে আমেরিকার পঞ্চম বৃহত্তম আমদানি সরবরাহকারীতে পরিণত করেছে। শীর্ষ ১০ এর মধ্যে ছিল দক্ষিণ কোরিয়াও।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, সামনের দিনগুলোতে আরো চিঠি আসতে পারে।

শুল্ক আরোপের সময়সীমা নয়ই জুলাই থেকে পহেলা অগাস্ট পরিবর্তনের ফলে ট্রাম্পের হুমকির শক্তি কমে যেতে পারে, এমন মতেরও বিরোধীতা করেন তিনি।

তিনি বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, প্রেসিডেন্টের ফোনে সব সময় বিশ্ব নেতারা তাকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য অনুরোধ করছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প যখন এপ্রিলে প্রথমবারের মতো উচ্চ শুল্ক ঘোষণা করেন, তখন আর্থিক বাজারে অস্থিরতা দেখা দেয়, যার ফলে তিনি আলোচনার জন্য কিছু সর্বোচ্চ শুল্ক স্থগিত করেন, একই সঙ্গে ১০ শতাংশ শুল্ক আরোপ বহাল রাখেন।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তিনি ‘কয়েকদিন ব্যস্ত’ থাকবেন বলেই আশা করছেন।

তিনি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনবিসিকে বলেছেন, ‘আলোচনার ক্ষেত্রে অনেকেই তাদের সুর পরিবর্তন করেছে। তাই গত রাতে আমার মেইলবক্স অনেক নতুন প্রস্তাবে পূর্ণ ছিল।’

ট্রাম্প শুরুতে এপ্রিলের শুল্ককে ‘পারস্পরিক’ বলে বর্ণনা করেছিলেন, দাবি করেছিলেন যে অন্যান্য দেশের বাণিজ্য নিয়মের বিরুদ্ধে লড়াই করতেই এমন সিদ্ধান্ত নেয়া হবে, যা মার্কিন রপ্তানির প্রতি অন্যায্য বলে মনে করেন তিনি।

জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ইস্পাত এবং গাড়ির মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদাভাবে শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। এছাড়া ওষুধ ও কাঠের মতো অন্যান্য পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন।

বহুস্তরের নীতিগুলো বাণিজ্য আলোচনাকে জটিল করে তুলেছে, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনায় গাড়ির শুল্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এখন পর্যন্ত, যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি আংশিক চুক্তি করেছে চীনের সঙ্গেও। এই তিনটি ক্ষেত্রেই, ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার আগের তুলনায় চুক্তিতে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যদিও অমীমাংসিতই রয়ে গেছে মূল বিষয়গুলো। ভারতের সঙ্গেও একটি চুক্তির কাছাকাছি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আলোচনা চালিয়ে যাচ্ছে ইউরোপিয় ইউনিয়নও। প্রতিবেদন অনুসারে, শুল্ক আরোপের চিঠি পেতে চান না এই ব্লকের নেতারা । ইইউ'র একজন মুখপাত্র আরো বলেছেন, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনের ট্রাম্পের সঙ্গে ‘ভালো মতবিনিময়’ হয়েছে।

মাত্র কয়েক সপ্তাহ আগেই, চুক্তিতে না পৌঁছালে ইইউকে ৫০ শতাংশ কর আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, বুধবারের মধ্যে জাপান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হতে পারে দেশটি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদির হাতছানিতে সাড়া দেবেন কি মেসি

লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন চলছে বেশ আগে থেকেই। অনেক রকম কথাই হচ্ছে। ফরাসি সংবা...

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার : বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের স...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা...

গানই সানী জুবায়েরের ঘর

ফোনের ওপাশ থেকে ভেসে এল হালকা হাসির আওয়াজ। এরপর খানিক থেমে সানী বললেন, &lsquo...

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিগত তিন নির্...

গানই সানী জুবায়েরের ঘর

ফোনের ওপাশ থেকে ভেসে এল হালকা হাসির আওয়াজ। এরপর খানিক থেমে সানী বললেন, &lsquo...

সৌদির হাতছানিতে সাড়া দেবেন কি মেসি

লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন চলছে বেশ আগে থেকেই। অনেক রকম কথাই হচ্ছে। ফরাসি সংবা...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা...

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিগত তিন নির্...

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার : বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা