বিনোদন ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন সৌদি আরবে জন্ম নেয়া ২৭ বছর বয়সী মডেল রুমি আলকাহতানি।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশ নেয়ার বিষয়ে নিজেই ঘোষণা দিয়েছেন তিনি। এতে মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার সৌদি আরবের নাম যুক্ত হতে যাচ্ছে।
এ নিয়ে সংবাদ মাধ্যম আল এরাবিয়া খবর প্রকাশ করেছে। এমন তথ্য প্রকাশ্যে আসার পর এই মডেলকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।
এর আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টে রুমি জানান, মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।
সৌদি পতাকা হাতে পোজ দেয়া একটি ছবি যুক্ত করে তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এ প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।
পরে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদির এই মডেল জানান, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।
সৌদি আরবের রিয়াদে জন্ম নেয়া এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। তিনি মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্টে সৌদি আরবের হয়ে অংশ নিয়েছিলেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            