৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘বাঙালি বিলাস’। সিনেমাটির নির্মাতা এবাদুর রহমান শুক্রবার (৯ মে) জানান, ১৮ মে এজেন্ট ও পরিবেশকদের ছবিটি দেখাবেন তিনি।
নির্মাতা জানান, ২০২৩ সালের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করেন। টানা কাজের ইচ্ছা থাকলেও মাঝখানে জাতীয় নির্বাচনের কারণে বিরতি পড়ে। এরপর গত বছরের এপ্রিলে শুটিং শেষে পোস্ট প্রোডাকশন শুরু করেন।
‘বাঙালি বিলাস’ এক নির্মাতার জার্নির গল্প। প্রবাসী বাংলাদেশি নির্মাতা ফাইয়াজ দেশে আসে নতুন সিনেমার কাজে। একজন বরেণ্য ব্যক্তিত্বের জীবন নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা তার; কিন্তু আসার পর তার টাকা শেষ হয়ে যায়। বিনিয়োগের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে। বিনোয়োগকারী ঠিক হলেও ছবির নায়িকা সঙ্গে তাদের মতবিরোধ হয়। এভাবেই এগিয়ে যায় গল্প।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম ও ভারতের ঋ সেন।
নির্মাতা জানান, কানে প্রদর্শনী শেষে সিনেমাটি তিনি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাতে চান। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলে চলতি বছরের শেষের দিকে দেশে মুক্তি পেতে পারে ১৯০ মিনিটের সিনেমাটি।
আমারবাংলা/জিজি