সংগৃহিত
শিক্ষা

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

নুসরাত জাহান ঐশী: আজ তৃতীয় দিনের মতো সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ করেন তারা। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হন।

মিছিলে তারা ‘কোটা পুনর্বহাল মানি না, মানবো না’, ‘মেধা না কোটা? মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন। প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী এ মিছিলে অংশ নেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিফাত বলেন, যদি মেধাভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হয়, তাহলে অবশ্যই বৈষম্য বাদ দিয়ে মেধাবীদের সুযোগ দিতে হবে। রাষ্ট্রের সকলের প্রতি আহ্বান, মেধাবীদের হাতে দেশের দায়িত্ব তুলে দিন। আমাদের দাবি একটাই, এ বৈষম্যের কোটা পদ্ধতির নিপাত চাই। আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।

১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী মোয়াজ্জেম বলেন, আমার হাইকোর্টের রায়কে সম্মান করি। কিন্তু যে রায় ছাত্র সমাজের বিরুদ্ধে যায়, সে রায় আমরা গ্রহণ করতে পারি না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সমতা। কোটা প্রথার মাধ্যমে সে আদর্শের বরখেলাপ হচ্ছে। মুক্তিযোদ্ধারা তাদের রক্ত, শ্রম ও জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন। আমরা তাদের শ্রদ্ধা করি। তাদের প্রয়োজনে সরকার পদক্ষেপ নিতে পারে। কিন্তু তাদের ‍দ্বিতীয়, তৃতীয় প্রজন্মের জন্য যে কোটা পদ্ধতি চালু হচ্ছে, সেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অশনি সংকেত। সেই সঙ্গে মেধাভিত্তিক দেশ গড়ার পথে আমরা পিছিয়ে যাবো। দরকার হলে আবারও আঠারো নামবে। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আকতার বলেন, বাংলাদেশে কোনো কোটা থাকা উচিত নয়। আমি নারী হয়ে বলছি, আমি কোনো নারী কোটা চাই না। আমরা মেধার মাধ্যমে আমাদের দেশকে পরিচালনা করতে চাই। আমরা কর্তৃপক্ষের কাছে বলতে চাই, মেধাবীদের হাতে দেশটাকে ছেড়ে দিন। মেধার মাধ্যমে দেশকে স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই। সেই সুযোগ দিন।

সমাবেশে ছাত্র সমাজের পক্ষ থেকে বাংলাদেশকে আগামী ৩০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, ২০১৮ সালের কোটা সংক্রান্ত পরিপত্র বহাল রাখতে হবে। তা না হলে আমরা সর্বাত্মক আন্দোলন করে স্কুল-কলেজ পৌঁছে যাবো এবং দেশের রাস্তা-ঘাট বন্ধ করে লাগাতার আন্দোলন গড়ে তুলবো।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাতভর টহলে ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ কক্সবাজারে স্বস্তিতে পর্যটকরা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে শহীদ জিয়ার সমাধিতে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি স...

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আন্ত...

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে’ গানেই মন দিতে চান: সালমা

ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নীরবে শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছ মানিক মিয়া অ্যাভিনিউতে

জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর ধীরে ধীরে এগিয়ে চলছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে...

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন ২৭ প্লাটুন বিজিবি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা