শিক্ষা
“March Against Mob Violence to Shiksha Bhaban” ঘোষণা

৭ কলেজ: পাল্টা-পাল্টি কর্মসূচি, চলছে হাসিনাযুগের তামাশা !

নিজস্ব প্রতিবেদক

৭ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা “March Against Mob Violence to Shiksha Bhaban” নামে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে। তারা দাবি করেছেন— “সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি” নামের একটি ক্ষুদ্র ও স্বার্থান্বেষী গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে ‘March to Shiksha Bhaban’ কর্মসূচির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে।

রাজনীতি ও শিক্ষাসচেতন নাগরিকসমাজ মনে করেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবীর প্রাক্কালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন “তারা ক্লান্ত হোক, তারপর বসা যাবে”। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লান্ত হননি; শেখ হাসিনা পালিয়েছেন। প্রশ্ন হলো বর্তমান শিক্ষাপ্রশাসনে দায়িত্বরত কতৃপক্ষ কি শেখ হাসিনার মত সংখ্যাগরিষ্ঠ সাধারণ শিক্ষার্থীদের সহজ শিক্ষার অধিকার, ৭ কলেজের শিক্ষকবৃন্দের চাকুরীর পদ সংকোচন সর্বেোপরি ৭ কলেজের নামে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ-সম্পত্তি নিয়ে তামাশায় লিপ্ত ?

সাধারণ শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের সমস্যা নিরসন ও আধুনিকায়নের লক্ষ্যে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নামের একটি খসড়া অধ্যাদেশ তৈরি করে। এ খসড়ার ওপর মতামত প্রদানের শেষ সময় ছিল ৯ অক্টোবর ২০২৫। এখন শিক্ষা মন্ত্রণালয় সব মতামত যাচাই-বাছাই করে বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবেন— এমনটাই তাদের প্রত্যাশা।

তারা অভিযোগ করেন, প্রায় ১,৫০,০০০ শিক্ষার্থীর মধ্যে ১ শতাংশেরও কম একটি গোষ্ঠী “মব সৃষ্টি” করে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাত কলেজের স্থিতিশীলতা ও দেশের সার্বিক শিক্ষাব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর নীরবতা যেন ভুলভাবে ব্যাখ্যা না করা হয়। সাত কলেজের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত যেন উস্কানিমূলক কর্মসূচির প্রভাবে নেওয়া না হয়। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যনির্ভর, অংশগ্রহণমূলক ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য, যা ৭ কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য বজায় রাখবে।

ঘোষিত কর্মসূচিঃ

১। আগামী ১৩ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১টা, জাতীয় শহীদ মিনারে “শান্তির মিছিল ও ঐক্য সমাবেশ” অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অনুযায়ী সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে “March Against Mob Violence to Shiksha Bhaban” কর্মসূচি পালন করা হবে।

২। দ্বিতীয় কর্মসূচি হিসেবে ২৭ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১টা, জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে “মহাসমাবেশ”— যেখানে অনার্স, মাস্টার্স, এইচএসসি ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন।

শিক্ষার্থীরা সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন— যেকোনো কর্মসূচি কাভার করার সময় অংশগ্রহণকারীদের কলেজ আইডি দেখে তাদের প্রকৃত পরিচয় যাচাই করতে, যেন কোনো বহিরাগত গোষ্ঠী শিক্ষার্থীদের নামে অপতৎপরতা চালাতে না পারে। এছাড়া কলেজ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে, যারা প্রলোভন বা অর্থের বিনিময়ে মব তৈরির চেষ্টা করছে, তাদের উপস্থিতি ও একাডেমিক রেকর্ড প্রকাশ করতে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে— উস্কানিদাতাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

প্রেস বিজ্ঞপ্তির শেষে শিক্ষার্থীরা বলেন, “আমরা শান্তি চাই, স্থিতি চাই, সাত কলেজ সমস্যার টেকসই সমাধান চাই। সাত কলেজের ঐতিহ্য ও মর্যাদা যেন কোনো গোষ্ঠীর হীন ইচ্ছার বলি না হয়, এইচএসসি যেন উদ্বাস্তু না হয়, ইডেন ও বদরুন্নেসা যেন কম্বাইন্ড না হয়, এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ যেন না ঘটে— এটাই আমাদের অঙ্গীকার।”

জুলাই আন্দোলনে সামনে থেকে অংশ নেয়া তরুণরা বলছেন সরকার পরিচালনার পদ-পদবী জামায়াত-বিএনপি ভাগবাটোয়ারা করে নিয়েছেন, কতিপয় বামেরা তেমন কিছু না পাওয়ায় খুবই নগন্য সংখ্যক শিক্ষার্থী ও পদ-পদবী বাণিজ্যে লোভী কতিপয় শিক্ষক ৭ কলেজ নিয়ে খেলায় মেতেছে। অধিক শিক্ষার্থী পাওয়ার আশায় ইন্ধন দিচ্ছে শিক্ষা বাণিজ্যে লিপ্ত কতিপয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীরা বিলম্বে হলেও ৭ কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য বজায় রাখা এবং জগন্নাথ কলেজের মত ৭ কলেজের পদসমুহ বিলুপ্তির বিষয়টি অনুধাবন করায় এখন শুরু হয়েছে বহুমূখী খেলা। বর্তমান নাজুক সরকারের বহুমূখী সমস্যার সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি পালক।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি গড়বে সুশিক্ষা, সু-সন্তান ও সু-রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গড়ে তুলবে সুশিক্ষিত প্রজন্ম, আদর্শ সু-সন্ত...

গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে ইসরায়েল...

কাঁদুনে গ্যাস ছুড়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ

বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শ...

আফগানিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর সিরিজেও জয়ের স্বপ্ন দেখেছিল বা...

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আম...

নতুন প্রতীক সংযোজনে কোনো অসুবিধা নেই, চট্টগ্রামে সিইসি 

প্রতীক তালিকায় নতুন প্রতীক সংযোজন নিয়ে কমিশনের অবস্থান সম্পর্কে জানিয়েছে প্র...

ক্লাস করতে এসে ইবির ছাত্রলীগ নেতা তুষার আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ঘো...

কাঁদুনে গ্যাস ছুড়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ

বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শ...

৫৮ পাকিস্তানি সেনা নিহত, দাবি আফগানিস্তানের

শনিবার (১১ অক্টোবর) রাতভর পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব...

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা