জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৪২ ঘণ্টা পেরিয়ে গেছে। ফল ঘোষণা করতে আরো কয়েক ঘণ্টা লাগবে বলে ধারণা দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী শনিবার বেলা ১১টার আগে জানান, কেন্দ্রীয় সংসদের ২১টি হল কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। আধা ঘণ্টার মধ্যে আরও তিনটি শেষ হবে। দুপুর দেড়টা বা ২টায় ফল প্রকাশ করা যাবে বলে তারা আশা করছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, ‘আশা করি, আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে পারব। আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না।’
কিন্তু শনিবার সকালে সিনেট ভবনে গিয়ে দেখা যায়, রাতভর অবিরাম গণনার পর সকালেও কেন্দ্রীয় সংসদের ফল গণনা চলছে।
১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিকাল ৫টার মধ্যে অধিকাংশ হলের ভোটগ্রহণ শেষ হলেও দু-তিনটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় তা রাত সাড়ে ৭টা পর্যন্ত গড়ায়।
রাত ১০টার পরে কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে শুরু হয় ভোট গণনার কাজ। নির্বাচন কমিশন বলেছে, এ নির্বাচনের ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।
মূল বিপত্তি ঘটেছে মাঝপথে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলের কারণে। জামায়াত সংশ্লিষ্ট এক কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন ভোট গণনার কাজটি মেশিনের বদলে হাতে করার সিদ্ধান্ত নেয়। আর তা করতে গিয়েই লেজেগোবরে দশা।
শুক্রবার বিকালে একজন রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, প্রায় আট হাজার ভোটার ভোট দিয়েছেন, কেন্দ্রীয় সংসদের জন্য তিনটা করে ব্যালট গুনতে হবে। তার মানে, প্রায় ২৪ হাজার ব্যালট গণনা করতে হবে।
হল সংসদের ভোট গোনা শেষ হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। এরপর রাত ৮টার দিকে জাকসুর ভোট গণনা শুরু হয়। এরপর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সেই ২৪ হাজার ব্যালট গোনার কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।
আমারবাঙলা/এফএইচ