রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় পুলিশের অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর তরা (তরা বাজারের পূর্ব পার্শ্বে) এলাকার আলাল উদ্দিনের ছেলে মাহাবুবুল আলম নাছির (৩৫)।
শুক্রবার (৭ মার্চ) রাত ১১টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই আমিনুল হক সংগীয় ফোর্স সহ উপজেলাধীন রাজবাড়ী-ঢাকাগামী হাইওয়ে সড়কে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংলগ্ন কাদের ফকিরের দোকানের সামনে থেকে তাকে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
শনিবার (০৮ মার্চ) গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান গোয়ালন্দ ঘাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            