২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও অন্যান্য সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।
সভায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের যথাযথ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজবাড়ী জেলা প্রশাসন এই ঐতিহাসিক দিনগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            