নীলফামারীতে জেলা প্রশাসনের সহযোগীতায় মাসব্যাপী শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে।
পহেলা রমজানে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ইফতার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ক্যাবের সভাপতি গওহর রিজভি রুশো উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, রমজান মাসজুড়ে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হবে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            