মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- উপজেলার আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই এলাকার রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৮জন চা শ্রমিক। এরমধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার আমরাইল চা-বাগান থেকে চা শ্রমিকদের নিয়ে কাজে যাবার পথে বাগানের একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত ২০জন শ্রমিককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে যাবার পর কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে গুরুতর ৮জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাবার পথেই দুই জন মারা যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স¤্রাট কিশোর পোদ্দার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মৌলভীবাজারে রেফার্ড করা হয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬জন চিকিৎসাধীন রয়েছেন।
সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়িটিকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            