রাজবাড়ীতে বছরের প্রথম দিনে অনেক মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, বুধবার সকাল ১০টার পরে জেলায় মাধ্যমিকের বই নিয়ে ট্রাক আসে। এরপর বিদ্যালয়গুলোতে জানানো হয়, যার ফলে সঠিক সময়ে বই পৌঁছায়নি।
সরেজমিনে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে বসে আছে নতুন বইয়ের অপেক্ষায়। অনেক শিক্ষার্থী আবার নতুন বই না পেয়ে মলিন মুখে বাড়ি ফিরে যাচ্ছে। বেলা ১২টা পর্যন্ত বিদ্যালয়ে বই আসেনি।
সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস জানান, বেলা ১০টার পরে শিক্ষা অফিস থেকে ফোন করে জানানো হয় তিনটি বই এসেছে। আপনারা লোক পাঠিয়ে বই নিয়ে যান। তারপর আমি দুজন লোক পাঠিয়েছি বই আনতে। কোন শ্রেণির বই সেটিও আমি জানি না। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বইয়ের জন্য অপেক্ষা করছে। বই বিদ্যালয়ে আসলে দিয়ে দিব। অনেকে বাড়ি ফিরে যাচ্ছে। অনেক অভিভাবক বইয়ের বিষয়ে জানতে ফোন করছেন।
দুপুর ১টার দিকে রাজবাড়ী শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে বই বিতরণ চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার পরে আমরা বই পেয়েছি। শুধু মাত্র ৮ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত—এই তিনটি বই পেয়েছি। এই বই ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছি। বাকি বই কবে পাবো, বলতে পারি না। তবে যেদিন আসবে, সাথে সাথে আমরা বিতরণ করবো।
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদেরকে দুপুরে উপজেলা থেকে ফোন করে জানানো হয়েছে বই এসেছে। এরপর স্কুল থেকে বই আনতে গিয়েছে।শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা সম্ভব নয়। আমরা কালকে দিয়ে দিব।
রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, আজ সকাল ১০টার পর বইয়ের ট্রাক রাজবাড়ী এসে পৌঁছেছে। এরপর আমরা বিভিন্ন বিদ্যালয়ে সংবাদ দিয়ে বই পাঠানোর ব্যবস্থা করেছি। উপজেলা গুলোতে ভাগ করে পাঠাচ্ছি। একই শ্রেণির তিনটি বই এসেছে। কী পরিমাণ বই এসেছে, এখনই বলতে পারবো না। বাকি বই পর্যায়ক্রমে আসবে। আসার সাথেই আমরা সেগুলো দ্রুত বিতরণের ব্যবস্থা করবো। তবে জেলায় মাধ্যমিকের বইয়ের চাহিদা প্রায় ১৭ লাখ।
আমার বাঙলা/এনআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            