সংগৃহীত
সারাদেশ

গজারিয়ায় খোলা জায়গায় ময়লার ভাগাড়ে আগুন

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদী থেকে বড় ভাটেরচর সড়কের বেইলি ব্রিজের উত্তর পূর্ব পাশে জামালদী এলাকার গড়ে উঠেছে ময়লার ভাগাড়। ওই ময়লার ভাগাড়ে কেউ আগুন দেওয়ার পর তা বড় আকার ধারণ করে। পরে ফায়ার সার্ভিখস এসে তা নেভায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালদী ভাটের চর সড়কের পাশে খোলা জায়গায় ময়লা ফেলার কারণে বেশকিছু জায়গা নিয়ে একটি ময়লার ভাগাড় গড়ে উঠেছে। দুর্গন্ধে পথচারী ও যানবাহনে থাকা যাত্রীরা এদিক দিয়ে যাওয়ার সময় নাক ধরে যাতায়াত করেন। তবে মাঝে মাঝে ময়লার উপরে এলাকাবাসী বালি ছড়িয়ে দিলেও দুর্গন্ধ কমে না। ময়লা পুড়ানোর জন্য কখনো আগুনও দেওয়া হয়। কিন্তু তাতে কোনো ক্ষতির শঙ্কা থাকে না। তবে মঙ্গলবার কে বা কারা ভাগাড়ে আগুন দিয়েছে তা জানা যায়নি।

তারা আরো জানান, ভাগাড়ের আগুন যখন ভয়ঙ্কর আকার ধারণ করায় পথচারী ও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার অন্ধকারে পুরো এলাকা ঢেকে যায়। ময়লার ভাগাড়ের সঙ্গেই পশ্চিম পাশে বসতবাড়ি, উত্তর পাশে রয়েছে ইউনিভার্সিটি এবং বাগানের নিচে রয়েছে একটি গ্যাসের লাইন।

এদিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে কাজ করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফরহাদ নামে এক পথচারী বলেন, আমরা একটু আগে এই রাস্তা দিয়ে গেছি। তখন কোনো আগুন ছিল না।

স্থানীয় সংবাদকর্মী খায়রুল ইসলাম হৃদয় জানান, এই স্থানটি পূর্বে অনেক ভালো ছিল। পাঁচ ছয় মাস ধরে এই স্থানটিতে জামালদী এলাকার রেস্তোরাঁ, দোকানপাটের ময়লা আবর্জনা সব ফেলা হয়। এসব ময়লা আবর্জনা ফেলার কারণে স্থানটির সৌন্দর্য নষ্ট হয়েছে এবং দুর্গন্ধের সৃষ্টি হয়েচে। দিনের বেলা স্থানটি দিয়ে হেঁটে যাওয়া যায় না। দুর্গন্ধের কারণে নাকে কাপড় চেপে যেতে হয়।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, এটি ময়লার গ্যাসের আগুন না। যে কেউ আগুন দিয়েছেন কিংবা আগুনের সূত্রপাত হওয়ার মতো কিছু ফেলেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে য...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা