সংগৃহীত
সারাদেশ

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

নানা আয়োজনে গত শনিবার (৩০ নভেম্বর) ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে এদিন সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি পাবলিক লাইব্রেরির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।

পরে লাইব্রেরি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আশ্বাস প্রকল্প রূপান্তর ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মো. আল-মামুন সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগের সভাপতিমণ্ডলীর সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউটের সহকারী ইনসট্রাক্টর পবিত্র কুমার বিশ্বাস, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাহিদ হাসান, আশ্বাস প্রকল্প রূপান্তর ঝিনাইদহের কমিউনিটি ফেসিলিটেটর অননীয় বিশ্বাস প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- কমিউনিটি রেডিওর স্টেশন ম্যানেজার মো. মিরাজ হুসাইন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন- বেসরকারী উন্নয়ন সংস্থা উই-এর নারী দলের সদস্য নিলুফার ইয়াসমিন, সিটিপ সদস্য আফিয়া মাকছুদা, মেহেদি হাসান ও লিটন কুমার বিশ্বাস।

আলোচনা সভা শেষে বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার গাবতলা মাঝিপাড়া এবং হলিধানী ইউনিয়নের হলিধানী বাজারে খুলনা থেকে আগত রূপান্তরের কালচারাল টিমের পরিবেশনায় মানবপাচার ও নিরাপদ অভিবাসন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দক্ষিণবঙ্গের জনপ্রিয় পটগান পরিবেশন করা হয়।

একইদিন সন্ধ্যা ৬ টার সময় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আয়োজন শেষ হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা