লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গণমিছিল ও জেলা প্রশাসক বরাবার স্মারক লিপি জমা দিয়েছে জেলা জামায়াত।
রবিবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে গণমিছিল শুরু করে জামাত। পরে প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারক লিপি জমা দেন জেলা জামায়াতের শীর্ষ নেতারা।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলীয়ের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতে সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নূর নবী , শহর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশানসহ আরো অনেকে।
আমারবাঙলা/এফএইচ