সারাদেশ

১১শ কি.মি. সড়কের অর্ধেকই ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম প্রতিনিধি

চলতি বছর টানা বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতাধীন ১১০০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৫০০ কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ সড়ক খানাখন্দে ভরা। জায়গায় জায়গায় গর্ত সৃষ্টি হয়ে ক্ষত-বিক্ষত হয়েছে। কিছু সড়কের অবস্থা একেবারেই বেহাল। এসব সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। বর্ষণ ও জোয়ারের পানিতে এসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চসিক জানিয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছেন।

সরেজমিন দেখা যায়, সড়কে দুরবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। যানবাহন উলটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজটও। বৃষ্টি ও জলাবদ্ধতায় উঠে যাচ্ছে সড়কের পিচ, সৃষ্টি হয়েছে গর্ত। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীসহ নারী, শিশু ও বৃদ্ধদের।

সিটি করপোরেশনের পুরকৌশল শাখার তথ্যমতে, নগরীর ৪১টি ওয়ার্ডের ১১শ কিলোমিটার সড়কের মধ্যে অর্ধেক ক্ষতিগ্রস্ত। রোববার ও সোমবার চসিকের কর্মকর্তারা এসব সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। এখন তারা প্রতিবেদন তৈরি করছেন।

চসিকের কর্মকর্তারা জানান, বৃষ্টি ও জোয়ারের পানি জমে যাওয়ায় ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। যার কারণে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। প্রায়ই বিকল হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গত বৃহস্পতিবার সকালে অক্সিজেন মোড় থেকে বায়েজিদ বোস্তামী সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর নির্মিত ব্রিজ ভেঙে পড়ে এবং সড়কের এক পাশ ধসে পড়ে। এ কারণে সড়কের ভাঙা অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে একমুখী যানবাহন চলাচল করছে। ফলে দিনভর যানজটে পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চসিক।

চকবাজার থেকে আন্দরকিল্লা, ২ নম্বর গেট থেকে অক্সিজেন, মুরাদপুর থেকে অক্সিজেন মোড়, নতুন ব্রিজ থেকে সদরঘাট, সদরঘাট থেকে নিউমার্কেট, জাকির হোসেন সড়ক, বায়েজিদ বোস্তামী সড়ক, সিডিএ এভিনিউ, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক, প্রবর্তক মোড় থেকে ২ নম্বর গেট, পোর্ট কানেকটিং (পিসি) রোডের নিমতলা থেকে বড়পোল পর্যন্ত, সদরঘাট ও মাঝিরঘাট, বারিক বিল্ডিং থেকে ইপিজেড, কাটগড় থেকে সিমেন্ট ক্রসিং, বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়েজিদ ও পতেঙ্গার বেশ কিছু সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনেক জায়গায় সড়কের চিহ্ন পর্যন্ত মুছে গেছে। এ সব সড়ক ছাড়াও আরও অর্ধশতাধিক সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে নগরীর প্রধান সড়ক যেমন রয়েছে, তেমনি অলিগলির সড়কও রয়েছে। সড়কগুলো যাত্রী ও পণ্য পরিবহণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিছু কিছু সড়কের এমন খারাপ অবস্থা, হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

নগরীর পোর্ট কানেকটিং রোড, বায়েজিদ বোস্তামী সড়ক, সদরঘাটসহ একাধিক সড়ক ঘুরে দেখা যায়, পানির স্রোতে অনেক সড়কের পিচ উঠে গেছে। সড়কের মাঝখানে বড় বড় গর্ত। বৃষ্টি থামলেও গর্তের মধ্যে পানি জমে রয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিচ্ছি। সড়ক সংস্কার কাজে গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে। সড়ক নির্মাণ ও সংস্কারে ব্যবহৃত বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। কোনো ঠিকাদার যদি চুক্তির শর্ত ভঙ্গ করে নিম্নমানের মালামাল সরবরাহ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ড...

চবিতে আওয়ামী লীগপন্থী এক শিক্ষককে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হ...

মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে...

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

কক্সবাজারের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত...

ফটিকছড়িতে গুলিতে নিহত ১, আহত ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৩৫) নামে এক ব...

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাস...

বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়া জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াত...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা