স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে বাগেরহাট খানজাহান আলী এতিমখানা ও মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
এ ছাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ বাগেরহাট জেলা শাখার যুগ্ন আহ্বায়ক পাইক এনামুল কবির, খান হায়দার আলী, সদস্য সচিব মল্লিক শামীম হাসান সাহেবসহ শহীদ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন খানজাহান আলী এতিমখানা ও মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের।
দোয়া মাহফিল শেষে পাঁচ শতাধীক গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            