নীলফামারী জেলা পরিষদ এর উদ্যোগে হতদরিদ্র ১৪ নারীকে সেলাই মেশিন ও ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম ও সহকারী প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন।
সদর উপজেলার চওড়া বড়গাছা ও লক্ষ্মীচাপ ইউনিয়নের ১৪ নারীকে ১টি করে সেলাই মেশিন এবং সোনারায়, সংগলশী ও কুন্দপুকুর ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি সিলিং ফ্যান প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, বার্ষিক উন্নয়ন কর্মসুচির অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হয়।
আমারবাঙলা/ইউকে