শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

কার্ডের প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়া নারী আটক

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় নিঃস্ব নারীকে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে কটকতারা (৩০) নামে এক নারীর বিরুদ্ধে ১০/১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ ওই প্রতারক নারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

ঘটনাটি জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে। গত ১১ মে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এজাহার সূত্রে জানা গেছে, শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎ পাড়া গ্রামের মৃত জুয়েল আলির মেয়ে ও মনিরুল ইসলামের স্ত্রী কটকতারা বেগম(৩০) ২০২২ সালের ১ জানুয়ারি হতে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত একই ইউনিয়নের ধোবড়া গ্রামের অনেকগুলো অসহায় ও নিঃস্ব নারীদেরকে মাতৃত্বকালীন ও বয়স্কভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০/১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তথ্য অনুসন্ধানে গত ১১ মে ধোবড়া গ্রামের জান্নাতি বেগম, মালা বেগম, আয়েশা বেগমসহ আরো অনেক প্রতারণার শিকার নারীদের সহায়তায় তাকে সনাক্ত করে।

এ সময় থানা পুলিশকে সংবাদ দিলে তাকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে। তবে সরজমিনে ঘটনা স্থলে গিয়ে প্রতারণার শিকার ধোবড়া গ্রামের মালা বেগম, জান্নাতি বেগমসহ প্রায় ১৫/২০ জন নিঃস্ব ও অসহায় মহিলা জানান, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী হঠাৎপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী কটকতার বেগম দীর্ঘ দিন যাবত আমাদের মত শাহাবাজপুর ও ধাইনগর ইউনিয়নের প্রায় ৭০ জনের নিকট থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করেছে। আমরা যতবার খোঁজ করি ততবারই শুধু প্রতিশ্রুতি দেয় যে অল্প কিছু দিনের মাধ্যেই হয়ে যাবে।

তবে প্রতারক কটকতারার ভাষ্যমতে এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। তবে আশরাফুল হক বলেন, আমি ওই নারীকে কোন দিন চোখে দেখিনী ও তাকে চিনিনা। তার সাথে আমার সংশ্লিষ্টতা নেই।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া জানান, শিবগঞ্জ মহিলা বিষয়ক অফিসের কেউ এ ধরনের অনিয়ম বা দূর্নীতির সাথে জড়িত নেই। তিনি আরো বলেন, আশরাফুল হকের বিরুদ্ধে এর পুর্বে কেউ কোন অভিযোগ করেনি। তিনি আরো বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রতারক নারীকে আটক করে আইনী ব্যবস্থার মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ করি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন কমিশনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়নে মুক্তিজোটের প্রস্তাব

আজ সোমবার (১২ মে) মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্বে সাত সদস...

শিবগঞ্জ মহিলা কলেজের নবীন বরণ, বিদায় ও অভিভাবক সমাবেশ

শিবগঞ্জ মহিলা কলেজের নবীন বরণ, বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

নবাবদের ‘দরিয়া-ই-নূর’ হিরা কি সোনালী ব্যাংকের ভল্টে

১১৭ বছর ধরে অন্ধকার কুঠুরিতে পড়ে আছে ঢাকার নবাব পরিবারের ১০৯ ধরনের রত্ন। ব্রি...

টেস্ট থেকে অবসরের ঘোষণা কোহলির

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান...

মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খ...

পুশ ইন করা ৭৫ বাংলাদেশি এবং তিন ভারতীয়কে উদ্ধার

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫...

সার্কের পরিচালক নিযুক্ত হয়েছেন কমলগঞ্জের তানভীর আহমেদ

এশিয়ার আঞ্চলিক সংস্থা (সার্ক) এর পরিচালক নিযুক্ত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ...

কসবার বীর মুক্তিযোদ্ধা জমশেদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ম...

দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্...

বগুড়ায় তারুণ্য গড়তে একাট্টা বিএনপির সহযোগী সংগঠন 

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার ও ভাবনা শীর্ষক সমাবেশ সামনে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা