মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার আমাকে জেলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ৫৪টা মামলা ছিলো। এখনও অনেকটা ঝুলছে, এই নিয়ে আমি কোন পরোয়া করি না। শেষ বার আমাকে যখন ঢুকালো তখন চেয়েছিলো যুদ্ধাপরাধীর মামলার আসামী বানাতে।

কুশাইনগর কুলাউড়া সেখানে যুদ্ধের সময় একটা পরিবারের কিছু লোক নিহত হয়েছিলো নির্মম ভাবে, সরকার তাদেরকে ফুসলাইলো, উসকানী দিলো, চাপ দিলো যে তোমরা শফিকুর রহমানের বিরূদ্ধে মামলা দাও, আমরা তোমাদেরকে এই এই সুবিদা দেবো। তারা বলেছিলো আমরা তাকে চিনিনা, তবে জেনেছি তিনি কোন দিন কারো ক্ষতি করেননি এবং আমাদের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে তাঁর কোন সম্পর্ক নেই। সুতরাং আমরা এই মিথ্যা অভিযোগ দায়ের করতে পারবো না।

দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টায় মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় তাঁর জন্মস্থান ভাটেরা ইউনিয়ন জামায়াত আয়োজিত মত বিনিময় ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ভাটেরা ইউনিয়ন সভাপতি মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল লতিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরো বলেন, আমার আপন চাচাতো ভাই মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে সম্মুখসমরে যুদ্ধ করে শহীদ হয়েছেন। আপনারা সবাই জানেন আমি একটি শহীদ পরিবারের সন্তান কিন্তু আমাকে কেন যুদ্ধাপরাধী বানাতে চেয়েছিলো কারণ, আমি যেহেতু ন্যায়-নীতির কথা বলি, ইসলামের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অতএব আমি যুদ্ধাপরাধী! আমরা কী এমন একটি দেশ চেয়েছিলাম? যারা জীবন দিয়ে লড়াই করেছিলেন তারা কী এই জন্য লড়াই করেছিলেন? তারা তো একটি বৈষম্যহীন শান্তির বাংলাদেশ চেয়েছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাও. হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাও. আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল মো. ইয়ামির আলী, জেলা সহকারী সেক্রেটারী আলাউদ্দিন শাহ্, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আমীর আব্দুল মুন্তাজিম, উপজেলা সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন,আমরা সব যন্ত্রনা-কষ্ট আল্লাহর জন্য ভুলে গেছি। আমরা কারো বিরুদ্ধে ভেদাভেদের মামলা করি নাই। শত-সহস্র লোককে মামলার আসামীও বানাই নাই। একেবারে ন্যায়্য, নির্দিষ্ট সংখ্যক অতি অল্প সংখ্যক কিছু মামলা কিছু পরিবার করেছে। আমরা তাদেরকে বলেছি সাবধান, তুমি যে অপরাধের প্রতিকার চাইতে গিয়ে মামলা করেছো, একজন নিরপরাধ মানুষকে কিন্তু মামলার আসামী বানানো যাবে না। তুমি যদি একটা নিরপরাধী মানুষকে অপরাধী বানাও তাহলে হাসরের দরবারে তোমাকেই আসামী হিসেবে দাঁড়াতে হবে। ন্যায্য প্রতিকার চাইতে হবে।

তিনি বলেন, বিচার চাইতে হবে তবে ফরমাইসি কোন বিচার চলবে না। বিচার না হলে যারা অপরাধ করেছে তাদের দেখা-দেখিতে ভবিষ্যতে আরো বহু অপরাধী জন্ম নেবে। এজন্য অপরাধের মাত্রা যাতে না বাড়ে, অপরাধ করতে কেউ যেন সাহস না করে এই জন্যই বিচার চাইতে হবে। এবং বিচার চাওয়া এবং পাওয়া প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার।

নিজ এলাকার মানুষের সন্তুষ্টি আদায় করে ডা. শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ কুলাউড়ায় আমার জন্ম, আমি গর্বিত। আল্লাহর শুকরিয়া আদায় করি যে এমন এটি জায়গায় আমাকে জন্ম দিয়েছেন। আপনাদের মায়া, আদর, ভালোবাসা সবই পেয়েছি। এই ঋণ শোধ করার সামান্য কোন যোগ্যতা আমার নেই। আমি মহান প্রভূর দরবারে দুআ' করি, যে যে ভাবে ভালবেসেছেন আল্লাহ্ যেন তাদের ভালবাসার উত্তম জাঝা তাদেরকে দান করেন।

উল্লেখ্য এই দিন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণসংযোগ পক্ষ উপলক্ষে কুলাউড়া ও জুড়্রী উপজেলার বিভিন্ন দাওয়াতী সভা, মতবিনিময় সভা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রেখে সর্বশেষ রাত ৯টায় জন্মস্থান ভাটেরায় অনুষ্ঠিত মতবিনিময় ও দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার স্মরণে শিবগঞ্জে এক স্মর...

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া...

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় ছিন্নভিন্ন হয়েছিল ভবন, স্...

রাজসাক্ষী দিতে হাজির সাবেক আইজিপি মামুন

জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হিসেবে আন্...

ঢাকায় আজ তিন সমাবেশ, দুই পরীক্ষা, বিকল্প কোন পথে যাবেন

রাজধানী ঢাকায় রবিবার (৩ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং বিএনপির ছাত্রসং...

‘নির্যাতনে ছাত্রলীগের অংশীদার হতেন শিবিরের নেতা-কর্মীরা’

ইসলামী ছাত্রশিবির থেকে আসা কিছু নেতাকর্মী ছাত্রলীগের নির্যাতনে জড়িত ছিলেন বলে...

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসী ও শরণার্থীর মৃত্যু

ইয়েমেন উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৬৮ জন শরণার্থী ও অভিবাসীর মৃত...

শহীদ ১৩৩ শিশু

গত বছরের জুলাই মাসে বাংলাদেশজুড়ে ছাত্র-জনতার গণ-আন্দোলন দমনে চালানো সহিংস অভি...

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া...

বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয় : তারেক রহমান

বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা