ফেনী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ফেনীর প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবীসহ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নিয়েছিল।
বুধবার (১৯ মার্চ) রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনীর সিভিল সার্জন ডঃ রুবায়েত বিন করিম, পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ফারুক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুর রহমান সিদ্দিকী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
আরও উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, ফেনী আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ এসএম শওকত, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি একরামুল হক ভূঞা, এবি পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক, রফিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা হেফাজতে ইসলামীর মাওলানা আবুল কাশেম, খেলাফতে মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্ল্যাহ আহমাদি প্রমুখ।
এতে ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। এতে সঞ্চালনা করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম ও যুগ্ম সম্পাদক সম্পাদক নুর উল্লাহ কায়সার।
এসময় বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী ও সাধারণ সদস্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            