মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১০ কিলোমিটার এবং জুড়ী বিওপি থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নের জুড়ী–কুলাউড়া সড়কের তেঁতুলতলা নামক স্থানে একটি ট্রাক তল্লাশি করে।
তল্লাশিকালে ট্রাকের উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় ট্রাক চালকের নিকট উক্ত মালামালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় টহল দল ১৩৫ বস্তা (৪,০৫০ কেজি) ভারতীয় জিরা, ১০৫ বস্তা (৫,২৫০ কেজি) চাল, একটি মোবাইল ফোন এবং ট্রাকসহ চালককে আটক করে।
আটককৃত মালামালের সিজার মূল্য এক কোটি পনের লক্ষ পনের হাজার টাকা বলে জানা গেছে। আটক ব্যক্তি ফরহাদ উদ্দিন (২৫), সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।
এ বিষয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।
আমারবাঙলা/এসএবি