সারাদেশ

১১শ কি.মি. সড়কের অর্ধেকই ক্ষতিগ্রস্ত

চট্টগ্রাম প্রতিনিধি

চলতি বছর টানা বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতাধীন ১১০০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৫০০ কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ সড়ক খানাখন্দে ভরা। জায়গায় জায়গায় গর্ত সৃষ্টি হয়ে ক্ষত-বিক্ষত হয়েছে। কিছু সড়কের অবস্থা একেবারেই বেহাল। এসব সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। বর্ষণ ও জোয়ারের পানিতে এসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চসিক জানিয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছেন।

সরেজমিন দেখা যায়, সড়কে দুরবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। যানবাহন উলটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজটও। বৃষ্টি ও জলাবদ্ধতায় উঠে যাচ্ছে সড়কের পিচ, সৃষ্টি হয়েছে গর্ত। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীসহ নারী, শিশু ও বৃদ্ধদের।

সিটি করপোরেশনের পুরকৌশল শাখার তথ্যমতে, নগরীর ৪১টি ওয়ার্ডের ১১শ কিলোমিটার সড়কের মধ্যে অর্ধেক ক্ষতিগ্রস্ত। রোববার ও সোমবার চসিকের কর্মকর্তারা এসব সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। এখন তারা প্রতিবেদন তৈরি করছেন।

চসিকের কর্মকর্তারা জানান, বৃষ্টি ও জোয়ারের পানি জমে যাওয়ায় ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। যার কারণে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। প্রায়ই বিকল হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গত বৃহস্পতিবার সকালে অক্সিজেন মোড় থেকে বায়েজিদ বোস্তামী সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝরনা খালের ওপর নির্মিত ব্রিজ ভেঙে পড়ে এবং সড়কের এক পাশ ধসে পড়ে। এ কারণে সড়কের ভাঙা অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে একমুখী যানবাহন চলাচল করছে। ফলে দিনভর যানজটে পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চসিক।

চকবাজার থেকে আন্দরকিল্লা, ২ নম্বর গেট থেকে অক্সিজেন, মুরাদপুর থেকে অক্সিজেন মোড়, নতুন ব্রিজ থেকে সদরঘাট, সদরঘাট থেকে নিউমার্কেট, জাকির হোসেন সড়ক, বায়েজিদ বোস্তামী সড়ক, সিডিএ এভিনিউ, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক, প্রবর্তক মোড় থেকে ২ নম্বর গেট, পোর্ট কানেকটিং (পিসি) রোডের নিমতলা থেকে বড়পোল পর্যন্ত, সদরঘাট ও মাঝিরঘাট, বারিক বিল্ডিং থেকে ইপিজেড, কাটগড় থেকে সিমেন্ট ক্রসিং, বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়েজিদ ও পতেঙ্গার বেশ কিছু সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনেক জায়গায় সড়কের চিহ্ন পর্যন্ত মুছে গেছে। এ সব সড়ক ছাড়াও আরও অর্ধশতাধিক সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে নগরীর প্রধান সড়ক যেমন রয়েছে, তেমনি অলিগলির সড়কও রয়েছে। সড়কগুলো যাত্রী ও পণ্য পরিবহণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিছু কিছু সড়কের এমন খারাপ অবস্থা, হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

নগরীর পোর্ট কানেকটিং রোড, বায়েজিদ বোস্তামী সড়ক, সদরঘাটসহ একাধিক সড়ক ঘুরে দেখা যায়, পানির স্রোতে অনেক সড়কের পিচ উঠে গেছে। সড়কের মাঝখানে বড় বড় গর্ত। বৃষ্টি থামলেও গর্তের মধ্যে পানি জমে রয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিচ্ছি। সড়ক সংস্কার কাজে গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে। সড়ক নির্মাণ ও সংস্কারে ব্যবহৃত বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। কোনো ঠিকাদার যদি চুক্তির শর্ত ভঙ্গ করে নিম্নমানের মালামাল সরবরাহ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব-ইরাকে পৃথক ভূমিকম্পন অনুভূত

সৌদি গেজেট জানিয়েছে, সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) শনিবার দুটি ভূমিকম্প রেক...

কুষ্টিয়ায় অসুখের যন্ত্রণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ...

উত্তরার দিয়াবাড়িতে সরকারি জমিতে অবৈধ ‘জর্বিং রাইড’

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় সরকারি জমিতে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে ব...

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হচ্ছে

আসন্ন ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কার্যক্রম শু...

টানা বর্ষণে মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা: সাত রাজ্যে মানবিক সংকট

মালয়েশিয়ার ৭টি রাজ্যে প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দেওয়ায় ১১ হাজারেরও ব...

বড়লেখায় র‍্যাব-৯ এর অভিযানে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় র‌্যাব-৯, সিপিসি-২–এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবা...

দিল্লিতে ভাড়া বাসায় বাংলাদেশি যুবকের মরদেহ

ভারতের দিল্লির গ্রেটার নয়ডার বেটা-১ এলাকায় এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ...

অ্যামাজন প্রাইমে শরীফুল রাজের ‘ওমর’

আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হলো ঢাকার নি...

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন।...

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায় চন্দ্রঘ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা