বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না।
পটুয়াখালী দশমিনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে রোববার (১৭ নভেম্বর) ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। এসময় জিহাদের পরিবারের খোঁজখবর নেন হাসনাত।
রোববার ভোর ৪টায় দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন শাহাবুদ্দিন মাস্টারের বাড়ি পৌঁছান হাসনাত। তিনি শাহাবুদ্দিন মাস্টারেরে ছোট মেয়েকে বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি আসেন। পরে বেলা ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের পরিবারের খোঁজখবর নেন এবং জিহাদের কবর জিয়ারত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় বেশি নির্যাতিত হয় বিএনপি। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।’
নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, ‘৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।’ হাসনাত আব্দুল্লাহ সরকারের ইতিবাচক বিভিন্ন কাজের প্রশংসাও করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশারসহ ছাত্রদলের নেতা–কর্মীরা।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            